মণিপুর বিতর্ক তুঙ্গে, সারা দেশজুড়ে তোলপাড়। বিশেষ করে, দুজন মহিলাকে প্রকাশ্যে রাস্তায় নগ্ন করে যৌন হেনস্থা করার পর থেকেই যেন নড়েচড়ে বসেছেন সকলে। প্রশ্ন উঠেছে সরকার তরফের দিকেও। গলা চড়িয়েছেন তারকারা। সেই দলে ছিলেন বিবেক অগ্নিহত্রি নিজেও। কিন্তু...
সবসময় সামাজিক অবক্ষয়, রায়েট, বিতর্কিত বিষয়ে ছবি বানাতে ভালবাসেন তিনি। দ্যা ভ্যাকসিন ওয়ার নিয়েও চূড়ান্ত ব্যস্ততা। বেঙ্গল ফাইলস নিয়েও ছবি বানানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু, গতকালের মনিপুর ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য রাখার পরেও বিতর্ক। নেটিজেনদের বক্তব্য, "ক্ষমতা থাকে, পুরুষ মানুষ হন তো মণিপুর বিতর্ক নিয়ে ছবি বানান।" তারপর?
আরও পড়ুন < ‘সর্বনাশ! আমার মত মেয়েকে সামলানো…’, মেয়ে নিসাকে মা কাজল বললেন, ‘ আমি তো চাই..’ >
রাজনৈতিক বিষয়ে তিনি বেজায় সক্রিয়। নানা কিছু সম্পর্কেই অবগত। সারা দেশে কী হচ্ছে সেই নিয়েও জ্ঞান রাখতে ভালবাসেন। তাই তো মণিপুর বিতর্ক নিয়ে ছবি বানানোর কথা বলতেই, পাল্টা দিলেন বিবেক। কী লিখলেন তিনি? নিজের টুইটারে রাজনৈতিক প্রেক্ষাপটকে উল্লেখ করেই লিখলেন...
আরও পড়ুন < মাতৃহারা দুই শিশু, রিক্সাচালকের সন্তানদের কাছে ‘মসিহা’ হয়ে উঠলেন নায়িকা-নক্ষত্র পরীমণি >
"আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। কিন্তু সব ছবি আমায় বানাতে হবে কেন? তোমাদের টিম ইন্ডিয়াতে কেউ পুরুষ সিংহ পরিচালক নেই, যে এই ছবি বানাতে পারে?" দলীয় রাজনীতিকে বিরাট ঠুকলেন তিনি। দেশের পরিচালকদের নয় বরং এই শব্দটির মাধ্যমে বিজেপি বিরোধী জোটের আওতায় যারা রয়েছেন তাঁদের বুঝিয়েছেন তিনি। ফলেই আবার বিতর্ক উস্কে দিয়েছেন তিনি।
আরও পড়ুন < ‘ইতিহাস সাক্ষী, নারীর অপমানে ধ্বংস..’, মণিপুর নির্যাতনে রাগে-ক্ষোভে জর্জরিত আশুতোষ-সোনুরা >
মণিপুরের ঘটনার জেরে রাতের ঘুম উড়েছে দেশের মেয়েদের। কিন্তু বলি তারকাদের তরফে এহেন ঘটনার বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য মিললেও টলিপাড়ায় খুব একটা মুখ খুলতে দেখা যায়নি কাউকে। কলকাতায় এসেও বিবেক জানিয়েছিলেন বাংলা নিয়ে ছবি করতে চান তিনি। আবার, একসময় নিজের ছবি দ্যা কাশ্মীর ফাইলসকে প্রপাগান্ডা বলা হলেও তিনি উল্লেখ করেন যে এবার, আর রাখঢাক কিছুই করবেন না। বিরাট প্রমাণ রয়েছে তাঁর কাছে। এবার কাশ্মীর ফাইলসের আনকাট ভার্সন আসবে।
'টিম ইন্ডিয়ায় পুরুষ সিংহ নেই..?' মণিপুর বিতর্কে ছবি বানানোর আর্জি যেতেই চূড়ান্ত চটলেন বিবেক
বিরোধীদের পাল্টা দিলেন বিবেক!
Follow Us
মণিপুর বিতর্ক তুঙ্গে, সারা দেশজুড়ে তোলপাড়। বিশেষ করে, দুজন মহিলাকে প্রকাশ্যে রাস্তায় নগ্ন করে যৌন হেনস্থা করার পর থেকেই যেন নড়েচড়ে বসেছেন সকলে। প্রশ্ন উঠেছে সরকার তরফের দিকেও। গলা চড়িয়েছেন তারকারা। সেই দলে ছিলেন বিবেক অগ্নিহত্রি নিজেও। কিন্তু...
সবসময় সামাজিক অবক্ষয়, রায়েট, বিতর্কিত বিষয়ে ছবি বানাতে ভালবাসেন তিনি। দ্যা ভ্যাকসিন ওয়ার নিয়েও চূড়ান্ত ব্যস্ততা। বেঙ্গল ফাইলস নিয়েও ছবি বানানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু, গতকালের মনিপুর ঘটনা প্রসঙ্গে তাঁর মন্তব্য রাখার পরেও বিতর্ক। নেটিজেনদের বক্তব্য, "ক্ষমতা থাকে, পুরুষ মানুষ হন তো মণিপুর বিতর্ক নিয়ে ছবি বানান।" তারপর?
আরও পড়ুন < ‘সর্বনাশ! আমার মত মেয়েকে সামলানো…’, মেয়ে নিসাকে মা কাজল বললেন, ‘ আমি তো চাই..’ >
রাজনৈতিক বিষয়ে তিনি বেজায় সক্রিয়। নানা কিছু সম্পর্কেই অবগত। সারা দেশে কী হচ্ছে সেই নিয়েও জ্ঞান রাখতে ভালবাসেন। তাই তো মণিপুর বিতর্ক নিয়ে ছবি বানানোর কথা বলতেই, পাল্টা দিলেন বিবেক। কী লিখলেন তিনি? নিজের টুইটারে রাজনৈতিক প্রেক্ষাপটকে উল্লেখ করেই লিখলেন...
আরও পড়ুন < মাতৃহারা দুই শিশু, রিক্সাচালকের সন্তানদের কাছে ‘মসিহা’ হয়ে উঠলেন নায়িকা-নক্ষত্র পরীমণি >
"আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। কিন্তু সব ছবি আমায় বানাতে হবে কেন? তোমাদের টিম ইন্ডিয়াতে কেউ পুরুষ সিংহ পরিচালক নেই, যে এই ছবি বানাতে পারে?" দলীয় রাজনীতিকে বিরাট ঠুকলেন তিনি। দেশের পরিচালকদের নয় বরং এই শব্দটির মাধ্যমে বিজেপি বিরোধী জোটের আওতায় যারা রয়েছেন তাঁদের বুঝিয়েছেন তিনি। ফলেই আবার বিতর্ক উস্কে দিয়েছেন তিনি।
আরও পড়ুন < ‘ইতিহাস সাক্ষী, নারীর অপমানে ধ্বংস..’, মণিপুর নির্যাতনে রাগে-ক্ষোভে জর্জরিত আশুতোষ-সোনুরা >
মণিপুরের ঘটনার জেরে রাতের ঘুম উড়েছে দেশের মেয়েদের। কিন্তু বলি তারকাদের তরফে এহেন ঘটনার বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য মিললেও টলিপাড়ায় খুব একটা মুখ খুলতে দেখা যায়নি কাউকে। কলকাতায় এসেও বিবেক জানিয়েছিলেন বাংলা নিয়ে ছবি করতে চান তিনি। আবার, একসময় নিজের ছবি দ্যা কাশ্মীর ফাইলসকে প্রপাগান্ডা বলা হলেও তিনি উল্লেখ করেন যে এবার, আর রাখঢাক কিছুই করবেন না। বিরাট প্রমাণ রয়েছে তাঁর কাছে। এবার কাশ্মীর ফাইলসের আনকাট ভার্সন আসবে।