/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/Vivek-Agnihotri.jpg)
বিটাউন নিয়ে সরব বিবেক অগ্নিহোত্রী
Vivek Agnihotri Statement: অনুরাগ কাশ্যপের পর এবার বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে সুর চড়ালেন আরও এক পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এক্স হ্যান্ডেলে দ্যা কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক লেখেন, 'বলিউড ধ্বংসের পথে, তবে এটা একদিকে ভাল। নতুন কিছু গড়তে হলে পুরনো সব ভেঙে ফেলতে হয়। এটাই সেই সময়। আজ বলিউডে নেই কোনও স্বাধীন প্রযোজক না আছে নতুন প্রযোজক। নতুন আইডিয়া দেওয়ার মতোও কেউ নেই। কয়েক বছর আগেও ইন্ডাস্ট্রিতে একডজন স্টুডিও ছিল। সেগুলোর মধ্যে দু-তিনটি অবশিষ্ট আছে। যদিও সেখানে ছবি তৈরি বাদে অন্য কাজ হয়।'
আজকাল পুরনো সিনেমা পুনরায় মুক্তি পাচ্ছে। সেই বিষয়টাকে সামনে রেখে পরিচালক লিখেছেন, 'নতুন সিনেমার অভাবের জন্যই সিনেমাহলগুলোতে পুরনো সিনেমা সিনেমা রি-রিলিজ করছে। বলিউডের এই কঠিন সময়ে পরিচালকরাও হাত তুলে নিচ্ছেন। তাঁরাও ওটিটি-র প্রতি ঝুঁকছেন। সিনেমারল ব্যবসাকে টিকিয়ে রাখতে অভিনেতাদেরও এগিয়ে আসতে হবে। কিন্তু, নবপ্রজন্মের মধ্যে সেই উত্তেজনা নেই। ২১ থেকে ৩৫ বছরের মধ্যে কোনও হিরো-হিরোইন তো পাওয়াই যায় না। যদিও বা পাওয়া যায় তাঁরা না পারে হিন্দি বলতে না পারে চরিত্রের মধ্যে আবেগকে ফুটিয়ে তুলতে। ইনস্টাগ্রামের প্রতিই বেশি আকৃষ্ট।'
BOLLYWOOD IS FALLING — and it’s the best thing that could happen.
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 8, 2025
Bollywood is in shambles. And that’s good for the industry. To erect a new building, you must demolish the old one. This is that time.
Today, Bollywood has hardly any independent producers. No new producers. No…
বিবেকের মতে বক্স অফিস আয়ের ক্ষেত্রেও এখন স্বচ্ছতা নেই। ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 'যদি নতুন মুখ নিয়ে কাজ করা হয়, যার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই সেক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটাই সমস্যা হয়। ছবির প্রচার, ডিস্ট্রিবিউশনের জন্য কাউকে পাওয়া যায় না। একটা সময় বক্স অফিস কালেকশনের উপর সিনেমার সাফল্য বিচার করা হত। সেটা তো এখন সেই বক্স অফিসও প্রতারণামূলক অফিসে পরিণত হয়েছে। বিনামূল্যে টিকিট বিতরণ করে বা অন্য কোনও আকর্ষণীয় ছাড় বা পন্থা অবলম্বণ করে দর্শককে হলমুখী করা হয়। ফলস্বরুপ বক্স অফিসের আয় নিয়ে হুল্লোড় করছে কিন্তু, সিনেমা নিয়ে আর কিছুই বলার থাকছে না।'
বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত বিবেক। তিনি লিখছেন, 'প্রকৃত ফিল্ম সমালোচকের বড্ড অভাব। অর্থের বিনিময়ে অনেক সিনেমার ভাল রিভিউ প্রকাশিত হয়। কারসাজি আর দুর্নীতির পথই বেছে নিয়েছে বলিউড। আশা করি বলিউডে নতুন পরিচালক তৈরি হবে যে খাঁটি চলচ্চিত্র নির্মানের প্রতি মনোযোগ দেবে। দ্যা দিল্লি ফাইলস-এ শুটিং হয়েছে একটা ছোট শহরে। সেখানে স্থানীয় ভাষাভাষীর অনেকল ছেলেমেয়েরা আছে। দুর্নীতি এড়িয়ে যদি সিনেমা পরিবেশনের সুযোগ পাওয়া যায় তাহলে এই ছবি সফল হবেই। আমরা সকলে যদি একটি নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করতে উদ্যোগী হই। নাহলে একটা সময় বলিউডের নাম বদলে হয়ে যাবে ইনস্টাহুড।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us