কলকাতার কোয়েস্ট মল - মুসলিম অধ্যুষিত এলাকা! ভয়ের চোটে নিজের বই সাইনিং এর প্রোগ্রাম অন্য জায়গায় স্থানান্তরিত করলেন বিবেক অগ্নিহোত্রী! সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করেছেন পরিচালক।
আজ বিকেলেই পার্ক সার্কাস এলাকার কোয়েস্ট মলে নিজের বই উদ্বোধনের আয়োজন করেছিলেন তিনি। কিন্তু তারপরেই এক বিরাট বদল আনলেন পরিচালক। আর্বান নকশাল নামক এই বইটির উদ্বোধনের আগেই এক কান্ড ঘটিয়েছেন পরিচালক। দ্যা কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন..
"আপনাদের সকলকে জানাচ্ছি, নিরাপত্তার কারণে কোয়েস্ট মল থেকে সরিয়ে বই এর উদ্বোধন স্টারমার্ক বুক শপে রাখা হয়েছে, যেটি সাউথ সিটি মলে। আমায় এমন জানানো হয়েছে যেহেতু কয়েস্ট মল মুসলিম অধ্যুষিত এলাকায় অবস্থিত, তাই এটি সুরক্ষিত নয়। এটাই নতুন বাংলার ট্র্যাজেডি!"
প্রকাশ্যে বাংলাকে অপমান করছেন বিবেক অগ্নিহোত্রী! যদি প্রয়োজন পরে তবে কলকাতা পুলিশকে জানাচ্ছেন না কেন? বিবেকের টুইটের পর থেকেই রেগে আগুন অধিকাংশ। কেউ বলছেন, 'কলকাতার কোথায় কী রয়েছে সেটি আপনি জানেন'? আবার কেউ বললেন, 'আমাদের বাংলায় আপনি সুরক্ষিত থাকবেন সর্বদা। একটু ভেবে চিন্তে বলুন'। সম্পূর্ন ভুল তথ্য পৌঁছেছে বিবেকের কাছে, ঘটনা প্রসঙ্গে উত্তাল সোশ্যাল মিডিয়া।
আওয়াজ তুলেছেন শহর কলকাতার মানুষজন। কোয়েস্ট মলের ধারেকাছে মন্দিরের অন্ত নেই। বেশিরভাগের দাবি এমনই, শুধুই ফেক পাবলিসিটির কথা চিন্তা করছেন বিবেক। বাংলা এখনও অনেক উদার মনের বলেই যারা ঘৃনা ছড়িয়ে বেড়ায় তাদেরও স্বাগত জানানো হয়।