সোমবার স্বরা ভাস্করকে নিয়ে লেখা অবমাননাকর টুইট ডিলিট করতে বাধ্য হলেন বিবেক অগ্নিহোত্রী। নিয়ম লঙ্ঘন করার জন্য টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে ব্লকও করল পরিচালকের অ্যাকাউন্ট। কেরালার এমএলএ পিসি জর্জ সন্ন্যাসিনী মৃত্যুতে অভিযুক্ত বিশপকে গ্রেফতারের মামলায় আপত্তিকর মন্তব্য করলে তাঁকে ভৎসর্না করেন স্বরা। তিনি টুইট করেন,
Absolutely shameful and disgusting!!!! Scum present across political spectrums and religious divides in India. Literally nauseating! https://t.co/zb8NkUaW5x
— Swara Bhasker (@ReallySwara) September 9, 2018
আর এই টুইটের উত্তরেই জর্জকে সমর্থন করে পাল্টা টুইট করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই নিয়ে শুরু হয় দুই তারকার মধ্যে টুইট তরজা।
A conscious citizen @ReallySwara expresses solidarity with a rape survivor from Kerala & this person @vivekagnihotri abuses both Swara & the rape survivor, calling them "prostitute nuns"! Doesn't this warrant action?@DelhiPolice @IPSMadhurVerma @misskaul @amritat @twitterindia pic.twitter.com/ztioUJgSj6
— Shehla Rashid (@Shehla_Rashid) September 10, 2018
Vivek. Just want to point out that you are using the trauma of women who are rape survivors to slut shame and abuse in public a woman you don’t like. In the rare moments of sanity that may visit your brain - otherwise unhinged with hate- think about how low that is. #scum https://t.co/yOpo8nxWqS
— Swara Bhasker (@ReallySwara) September 9, 2018
স্বরা বিবেকের টুইটের জবাবে তাকেও উচিৎ কথা শোনাতে ছাড়েননি। পরের পর টুইট করে যান অভিনেত্রী। পায়ে পা দিয়ে ঝগড়া করতে পিছু হটেননি বিবেকও।
Swara. Stop this fake melodrama. What was your gang thinking when you were running #MeTooUrbanNaxals to support those who have been raping not just young girls but the entire country for last 50 yrs. Keep your fakeness to yourself. #StupidLiberals https://t.co/ctaN176oSr
— Vivek Agnihotri (@vivekagnihotri) September 9, 2018
Girls! (& boys & everyone) DO NOT allow cyber bullies & haters to shame you or humiliate you on public platforms!! Resist, challenge and call out bullies & misogynists! Thank you @TwitterIndia @Twitter @TwitterSupport You just made the virtual public sphere a little bit better :) pic.twitter.com/MmhOkofq4C
— Swara Bhasker (@ReallySwara) September 10, 2018
Thank you @TwitterIndia @TwitterSupport 4 taking cognisance of @vivekagnihotri ‘s abusive tweet. And making him delete it! No tolerance 4 cyber bullying & abuse of women on public platforms! (Or private - but one thing at a time) Thank u???????????????????????????????????????????????? #SayNoToBullying pic.twitter.com/psYyVil7EI
— Swara Bhasker (@ReallySwara) September 10, 2018
Dear @ReallySwara, thnx for curbing my FoE. Very liberal,indeed. It’s given me strong motivation & made me more determined to defeat India’s enemies- #UrbanNaxals. Last time it was your mother who stopped my film at JNU. And you know what happened. Thnx for rejuvenating our fight https://t.co/Fh44wexuso
— Vivek Agnihotri (@vivekagnihotri) September 11, 2018
এরপরেই টুইটার কর্তৃপক্ষকে নালিশ করেন স্বরা। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় টুইটার। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিবেক অগ্নিহোত্রীর টুইটার হ্যান্ডেলের কাজকর্ম।
আরও পড়ুন, কেরালায় কুয়োর মধ্যে থেকে উদ্ধার সন্ন্যাসিনীর মৃতদেহ
তবে এটা প্রথমবার নয়, আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব হয়েছেন এই অভিনেত্রী। প্রয়োজনে সম্মুখ সমরেও পিছপা হননি। সে যাই হোক, প্রকাশ্যে দুই তারকার এই বিবাদ উপভোগ করেছেন বাকি টুইটারেতিরা। যা কাম্য ছিল না।