Advertisment

স্বরা ভাস্করকে নিয়ে অবমাননাকর টুইট মুছতে বাধ্য হলেন বিবেক অগ্নিহোত্রী

সোমবার স্বরা ভাস্করকে উদ্দেশ করে লেখা অবমাননাকর টুইট ডিলিট করতে বাধ্য হলেন বিবেক অগ্নিহোত্রী। নিয়ম লঙ্ঘন করার জন্য টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে ব্লক করল তাঁর অ্যাকাউন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টুইটারে বিদ্যমান স্বরা ভাস্কর ও বিবেক অগ্নিহোত্রীর টুইট তরজা।

সোমবার স্বরা ভাস্করকে নিয়ে লেখা অবমাননাকর টুইট ডিলিট করতে বাধ্য হলেন বিবেক অগ্নিহোত্রী। নিয়ম লঙ্ঘন করার জন্য টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে ব্লকও করল পরিচালকের অ্যাকাউন্ট। কেরালার এমএলএ পিসি জর্জ সন্ন্যাসিনী মৃত্যুতে অভিযুক্ত বিশপকে গ্রেফতারের মামলায় আপত্তিকর মন্তব্য করলে তাঁকে ভৎসর্না করেন স্বরা। তিনি টুইট করেন,

Advertisment

আর এই টুইটের উত্তরেই জর্জকে সমর্থন করে পাল্টা টুইট করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই নিয়ে শুরু হয় দুই তারকার মধ্যে টুইট তরজা।

স্বরা বিবেকের টুইটের জবাবে তাকেও উচিৎ কথা শোনাতে ছাড়েননি। পরের পর টুইট করে যান অভিনেত্রী। পায়ে পা দিয়ে ঝগড়া করতে পিছু হটেননি বিবেকও।

এরপরেই টুইটার কর্তৃপক্ষকে নালিশ করেন স্বরা। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় টুইটার। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিবেক অগ্নিহোত্রীর টুইটার হ্যান্ডেলের কাজকর্ম।

আরও পড়ুন, কেরালায় কুয়োর মধ্যে থেকে উদ্ধার সন্ন্যাসিনীর মৃতদেহ

তবে এটা প্রথমবার নয়, আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব হয়েছেন এই অভিনেত্রী। প্রয়োজনে সম্মুখ সমরেও পিছপা হননি। সে যাই হোক, প্রকাশ্যে দুই তারকার এই বিবাদ উপভোগ করেছেন বাকি টুইটারেতিরা। যা কাম্য ছিল না।

bollywood swara bhaskar
Advertisment