/indian-express-bangla/media/media_files/2025/05/30/Kmd5Mdz6VFzIq1t2Gw4w.jpg)
৯ বছর দাম্পত্যের পর বিস্ফোরক বিবেক
Vivek Dahiya-Divyanka Tripathi: দিনটা ছিল ২০১৬-র ১৬ জানুয়ারি। ইয়ে হ্যায় মহব্বতের সহ অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বাগদান সারেন দিব্যাঙ্কা ত্রিবাঠী। সেই বছরই ৮ জুলাই চার হাত এক করে বৈবাহিক জীবনে পা রাখেন তারকা দম্পতি। এই মুহূর্তে টেলিভিশন থেকে দূরে রয়েছেন দুজনেই। তবে পার্সোনাল ভ্লগ মারফৎ সর্বদাই ভক্তদের কাছাকাছি থাকেন দিব্যাঙ্কা-বিবেক। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন দম্পতি। তবে লেটেস্ট ভ্লগে সামনে আনলেন এক চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ নয় বছর দাম্পত্যের পর বিবেক জানালেন তিনি আর দিব্যাঙ্কা বিবাহিত নন! শুনে অবাক হচ্ছেন তো, এখানে রয়েছে কাহানি মে ট্যুইস্ট। আসলে তাঁদের রেজেস্ট্রি ম্যারেজটা হয়নি। যাকে বলে আইনি বিয়ের সার্টিফিকেট।
দিব্যাঙ্কার বাবার জন্মদিন উপলক্ষে অভিনেত্রীর বাপের বাড়িতে গিয়েছিলেন বিবেক দাহিয়া। সেখানে গিয়েই একটি ভ্লগ তৈরি করেন অভিনেতা। পরিবারের সঙ্গে কোয়ালিটি সময়ও কাটান তারকা দম্পতি। তখনই ভ্লগে বিবেক বলেন, 'বিয়ে হয়নি মানে আমরা ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করিনি। এখনও ম্যারেজ রেজিস্ট্রেশন বাকি রয়ে গিয়েছে।' দিব্যাঙ্কা জানান, 'তাঁর পরিবার বিভিন্ন আউটলেট থেকে ভিন্নস্বাদের ব্রেকফাস্ট অর্ডার করেছিল। বিবেকও সঙ্গে সঙ্গে একটা চ্যালেঞ্জ সকলের দিকে ছুঁড়ে দেন। তেঁতুলের চাটনিটা পানীয়ের মতো করে খেতে বলেন। দিব্যাঙ্কার মা ভুলবশত চকোলেট সস ভেবে চাটনির সঙ্গে প্যানকেকটি খেয়ে ফেলেন।'
আরও পড়ুন 'বিবাহিত জেনেও অফিসের মধ্যেই জোর করে...', পরিচালকের কুকীর্তি নিয়ে বিস্ফোরক জনপ্রিয় অভিনেত্রী
বিবেক এরপর ৫০০ টাকার আরও একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিবেক। দিব্যাঙ্কার মা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সকলকে চমকে দিয়ে সফল হন। দিব্যাঙ্কার মায়ের বাড়ি থেকে ফিরে নিজের বাড়িতে সত্য নারায়ণ পুজোর আয়োজন করেন। পুজোর পর যুগলের বেশ কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেন। বিবেক বেশ কয়েকটি হেলদি ব্রেকফাস্ট আর স্ন্যাক্সস বানানোর চেষ্টা করেন। লেটেস্ট ভ্লগে বিবেক প্রোটিন শেক বানাচ্ছিলেন। কিন্তু, হাতের সামনে কয়েকটি জিনিস খুঁজে না পেয়ে বারবার দিব্যাঙ্কাকে ডাকেন। সবচেয়ে মজার বিষয় বিবেক যখন দিব্যাঙ্কাকে পোন করছিলেন তখন তিনি পাশেই দাঁড়িয়ে। অবশেষে স্ত্রীর সাহায্যে শেক বানাতে সক্ষম হয়েছেন।