ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে কুরুচিকর মিম পোস্ট করার পর মঙ্গলবার সেই টুইট মুছে ফেললেন বিবেক ওবেরয়। বির্তকিত টুইট মুছে ফেলে ক্ষমাও চাইলেন অভিনেতা। আরও একটি টুইট করে তিনি লেখেন, ''কিছুসময় নিজের কাছে কোনও জিনিস মজাদার ও ক্ষতিকারক না মনে হলেও, অপরের জন্য সেটা মজাদার নাও হতে পারে। বিগত ১০ বছর আমি দুঃস্থ মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করেছি। কোনও মহিলাকে অসম্মান করার কথা ভাবতেও পারিনা''।
তিনি পরে ফের একটি টুইট করেন। সেখানে বিবেক ওবেরয় লেখেন, ''আমার মিমের রিপ্লাইয়ে কোনও একজন মহিলাও বিরক্ত হন, তার প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। দুঃখিত টুইটটি মুছে ফেলা হয়েছে''।
আরও পড়ুন, ঐশ্বর্য-আরাধ্য়াকে নিয়ে মিম টুইট! রোষের মুখে বিবেক ওবেরয়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনেতা সোমবার তিনটে ছবির কোলাজ করা একটি ফোটো পোস্ট করেন। ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খান, বিবেক নিজে ও অভিষেক-আরাধ্যা-ঐশ্বর্য ছবি দিয়ে তাদের সম্পর্কের সঙ্গে এক্সিট পোলের তুলনা করেন। তিনি সেখানে লেখেন- ''ক্রিয়েটিভ! কোনও রাজনীতি নেই এখানে... এটাই জীবন''।
টুইট ভাইরাল হতেই সোনম কাপুর, ঊর্মিলা মাতন্ডকর ও মধুর ভান্ডারকরের মতো বলিউড তারকারা ওবেরয়ের টুইটকে “কুরুচিকর এবং নিম্ন মানের পরিচয়” বলে মন্তব্য করেন। জাতীয় মহিলা কমিশনও বিবেক ওবেরয়ের বিরুদ্ধে নোটিশ জারি করে।
সোমবার বিকেলে এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে বিবেক জানিয়েছেন, তিনি কিছু ভুল করেননি। তিনি বলেন, ''জনগণ ক্ষমা চাইতে বলছেন। দুঃখ প্রকাশ করতে আমার কোনও সমস্যা নেই, কিন্তু আমায় বলুন ভুলটা কী করেছি আমি। এতে ভুলটা কোথায়? কেউ মিমটা পোস্ট করেছে আমি তাতে হেসেছি। জানিনা মানুষ এটাকে এত বড় বিষয় কেন করে তুলছে। আমি হেসেছি এবং মানুষটার ক্রিয়েটিভির প্রশংসা করেছি। কেউ আপনাকে নিয়ে মজা করলে সেটাকে গম্ভীরভাবেই নেওয়া উচিৎ''।
Read the full story in English