Advertisment
Presenting Partner
Desktop GIF

জলের তলায় শুটিং, জলপরীর স্বপ্নে জাহাজবস্তির 'ভটভটি'

তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন বাংলা ছবি 'ভটভটি'। জাহাজবস্তির ছেলেটার স্বপ্নপুরী ও বাস্তবের প্রতিচ্ছবিই এই চিত্রনাট্য। তথাগতর এই ছবিতেই মুখ্য চরিত্রে দুই নতুন মুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
votvot

ভটভটি ছবির পোস্টার।

'ইউনিকর্ণ' ছবিতে মায়াজাল বুনেছিলেন তথাগত, এবার সেই স্বপ্নপুরীর অন্দরকাহিনি বলতে চলেছেন তিনি। 'ভটভটি' সেই অজানা গল্পেরই নায়ক। কল্পনা এবং বাস্তবের মিশেলে তথাগত তৈরি করছেন এই ছবি। ছবিটায় জাহাজবস্তির ছেলেটার স্বপ্নপুরী ও বাস্তবের প্রতিচ্ছবিই আঁকতে চেয়েছেন পরিচালক।

Advertisment

তথাগতর এই ছবিতেই মুখ্য চরিত্রে দুই নতুন মুখ। এখনই তাদের নাম প্রকাশ্যে আনতে চাইলেন না নির্মাতারা। টানা ছয়দিন জলের তলায় শুটিং হবে এই ছবির। গল্পে ভটভটি প্রেমের কাহিনি লেখা হয়েছে জলপরীর সঙ্গে, যার রাজত্ব জাহাজবস্তিতে। সেইখানে জাহাজ বানানো হয়নি কোনদিন, কেউ জাহাজে চাকরিও করেনা। তাহলে এমনধারা নামের কারণ? জানা নেই।

আরও পড়ুন,  ‘গুমনামী’-র জন্য আইনি নোটিস পেলেন সৃজিত

এই ছবিতে দেখা যাবে মমতাশঙ্কর, দীপঙ্কর দে, রজতাভ দত্ত, লামা হালদার, দেবলীনা দত্তের মতো শিল্পীদের। পরিচালক নিজেও রয়েছেন এক পুলিশ অফিসারের ভূমিকায়। আর নবাগত দুই মুখ সামনে আসবে ২৩ অগাস্ট। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে ময়ূখ ভৌমিকের উপর। সিনেমাটোগ্রাফিতে প্রতীপ মুখোপাধ্যায়।

প্রমোদ ফিল্মস এবং পি এস এস এন্টারটেইনমেন্টের ব্যানারে এই ছবির শুটিং হবে কলকাতা, বোলপুর, পুরুলিয়া, ঝাড়্গ্রামের মতো জায়গায়। এই মাসের শেষেই শুটিং শুরু 'ভটভটি'-র।

tollywood Bengali Cinema
Advertisment