Vyjayanthimala Bali: প্রবীণ অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। টলিউড থেকে বলিউড সর্বত্রই ধর পড়ে এই চিত্র। কিংবদন্তী অভিনেত্রী বৈজয়ন্তী মালা-ও সেই তালিকারল নয়া সংযোজন। ৯১ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ভক্তমহলে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় সত্যিটা জানালেন প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার ছেলে সুচিন্দ্রা বালি। তিনি জনান, মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বর্ষীয়ান অভিনেত্রী বৈজয়ন্তীমালা সুস্থ আছেন। তারকা পুত্র ইন্সটা স্টোরিতে একপ্রকার ক্ষোভ উগরে দিয়ে লেখেন, 'ডঃ বৈজয়ন্তীমালা শারীরিকভাবে সুস্থ আছেন। যা রটেছে তা সম্পূর্ণ ভুয়ো। কিছু খবর চাউর করার আগে বিবেচনা করা উচিত।'
হিন্দি সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী বৈজয়ন্তীমালা। সম্প্রতি তাঁকে স্টেজ পারফর্ম করতেও দেখা গিয়েছে। বয়স তাঁর কাছে অএকটা সংখ্যামাত্র। এখনও ফিট অ্যান্ড ফাইন বলউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারিতে চেন্নাইয়ের কলা প্রদর্শনীতে ভরতনাট্যম প্রদর্শন করেছেন। ৯১ বছর বয়সে তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স আর ফিটনেসে মুগ্ধ আজকের প্রজন্ম। স্বনামধন্য অভিনেত্রী হিসেবে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন বৈজয়ন্তীমালা। দীর্ঘ ছয় দশক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন। একাধারে তিনি ধ্রুপদী নৃত্যশিল্পের একজন লেজেন্ড তেমনই ডাকসাইটে সুন্দরী। সিনেমার পর্দায় তাঁর সৌন্দর্য আজও ভোলেনি দর্শক।
/indian-express-bangla/media/post_attachments/390351a6-865.jpg)
কিংবদন্তী অভিনেত্রী বৈজয়ন্তীমালার কেরিয়ারে রয়েছে একাধিক হিট ছবি। সেই তালিকায় রয়েছে 'দেবদাস', 'মধুমতী', 'জুয়েল থিফ', 'সঙ্গম' সহ অরও অনেক। স্বাভাবিকভাবেই এমন একজন প্রবাদপ্রতীম অভিনেত্রীর মৃত্যুর খবর রটতেই তোলপাড় বিনোদুনিয়া। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে, মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রীর ছেলে সুচিন্দ্রা বালি। তাঁর পোস্টেই বৈজয়ন্তীমালার অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।