/indian-express-bangla/media/media_files/2025/08/02/free-ott-with-jio-2025-08-02-14-14-41.jpg)
কী কী দেখবেন ওটিটতে?
Top OTT Release: ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য নতুন কন্টেন্ট খুঁজছেন? ২০২৫ সালের অক্টোবরে বলিউডে আসছে বেশ কিছু রোমাঞ্চকর নতুন রিলিজ— যেগুলো এখনই দেখতে পারেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জিওহটস্টার, এমএক্স প্লেয়ার এবং আরও নানা প্ল্যাটফর্মে। অ্যাকশন, রোম্যান্স, ড্রামা বা মিস্ট্রি- প্রত্যেকের পছন্দমত দারুণ কিছু কনটেন্ট। তাই পপকর্ন হাতে নিন, আর শুরু করুন বিঞ্জ-উইকেন্ড! দেখে নিন এই সপ্তাহের আলোচিত কিছু রিলিজ।
ওয়ার ২ (War 2)
YRF স্পাই ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায়ে আবারও ফিরছেন র-এর এজেন্ট কবীর ধালিওয়াল (হৃতিক রোশন)। এবার তাঁর মিশন আরও বিপজ্জনক—কালি কার্টেল ধ্বংস করতে গিয়ে তিনি মুখোমুখি হন পুরনো বন্ধু বিক্রম চেলাপতির (জুনিয়র এনটিআর) সঙ্গে। বিশ্বাসঘাতকতা, বন্ধুত্ব আর দেশপ্রেমের মিশেলে গল্পটি গড়ে উঠেছে এক তীব্র অ্যাকশন-থ্রিলারে।
মুক্তি: ৯ অক্টোবর, ২০২৫
স্ট্রিমিং: নেটফ্লিক্স
জামনাপার সিজন ২ (Jamnapa Season 2)
দ্বিতীয় মরসুমে আরও অন্ধকার এবং জটিল হয়ে উঠেছে শ্যাঙ্কি বনসালের (ঋত্বিক সাহোর) জীবন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লাইসেন্স হারানোর পর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামেন তিনি। উচ্চাকাঙ্ক্ষা, বিবেক আর প্রলোভনের টানাপোড়েনে ভরপুর এই গল্পটি এবার নতুন মোড় নেবে।
প্রিমিয়ার: ১০ অক্টোবর, ২০২৫
স্ট্রিমিং: অ্যামাজন এমএক্স প্লেয়ার
সার্চ – দ্য নয়না মার্ডার কেস (Search – The Naina Murder Case)
এক কিশোরীর রহস্যময় হত্যাকাণ্ডের তদন্তে নেমেছেন এসিপি সংযুক্তা দাস (কঙ্কনা সেনশর্মা)। সত্যের খোঁজে এগোতে গিয়ে উন্মোচিত হয় গোপন সম্পর্ক, সামাজিক চাপ ও মর্মান্তিক বাস্তবতা। সূর্য শর্মা সহ অভিনীত এই সাসপেন্স-থ্রিলারটি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁধে রাখবে।
স্ট্রিমিং: ১০ অক্টোবর, ২০২৫
কুরুক্ষেত্র (Kurukshetra)
নেটফ্লিক্সের প্রথম ভারতীয় পৌরাণিক অ্যানিমে ‘কুরুক্ষেত্র’ মহাভারতের মহাযুদ্ধকে এক নতুন রূপে উপস্থাপন করছে। দর্শন থুগুদীপ, অর্জুন সরজা এবং সোনু সুদের কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে যুদ্ধ, নৈতিক দ্বন্দ্ব ও বিশ্বাসঘাতকতার সেই চিরন্তন কাহিনি। ভিজ্যুয়ালি দারুণ এই অ্যানিমে নতুন প্রজন্মের জন্য এক মহাকাব্যিক অভিজ্ঞতা হতে চলেছে।
স্ট্রিমিং শুরু: ১০ অক্টোবর, ২০২৫
স্ট্রিমিং: নেটফ্লিক্স