Valentine's Special Bengali Movie: গাঢ় রোম্যান্সে ভাসতে চান? Valentines Week এ দেখতে পারেন এই চরম গরম বাংলা ছবিগুলি...

Valentine's Week Bengali Movie: রাত পেরোলেই কাল চুমু দিবস। কিন্তু সমস্ত ভালবাসার সঙ্গে জড়িয়ে আছে বাংলা ছবিও। বারংবার, বেশ কিছু বাংলা ছবি বাঙালির অন্তরে এভাবে বসে আছে যে, সেগুলি প্রেমের বিশেষ সময় দেখা যেতেই পারে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
bengali movies special valentines day

Valentines special: এমন কোন কোন ছবিগুলো এই বিশেষ দিনে দেখতে পারেন? Photograph: (ফাইল চিত্র )

প্রেমের দিবস অব্যাহত। রাত পেরোলেই কাল চুমু দিবস। কিন্তু সমস্ত ভালবাসার সঙ্গে জড়িয়ে আছে বাংলা ছবিও। বারংবার, বেশ কিছু বাংলা ছবি বাঙালির অন্তরে এভাবে বসে আছে যে, সেগুলি প্রেমের বিশেষ সময় দেখা যেতেই পারে। এমন কিছু বাংলা ছবি যেখানে প্রেম ডানা মেলেছিল, দেখুন তো আপনার দেখা কিনা।

Advertisment

যদিও কথায় বলে, প্রেম যেমন নির্দিষ্ট সময় মানে না, ঠিক তেমনই বাঁধা মানেন না সিনেপ্রেমীরা। শুধু তাই নয়, তাঁদের প্রেমের ছবি দেখার যেমন নির্দিষ্ট কোনও সময় নেই, ঠিক তেমনই অনেকেরই প্রেমে কোনও রাখঢাক করেন না। এমন ৮টি বাংলা ছবি যেগুলি আজও আইকনিক, দেখুন তো...

বিয়ের ফুল: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাণী মুখোপাধ্যায়, ইন্দ্রানী হালদার অভিনীত এই ছবি বহু মানুষের কাছে বসন্ত এবং প্রেমের এক অদ্ভুত সংমিশ্রণ। এই ছবিতে প্রেম এবং ভালবাসা এমনভাবে দেখানো হয়েছে, যা নিদারুণ সুন্দর। এই ছবি দেখা যাবে, অ্যামাজন প্রাইমে।

ভালবাসা ভালবাসা: এই ছবি যারা দেখেছেন, তাঁরা জানেন কতটা ভালাবায় মোড়া এই ছবি। বিশেষ করে, এই ছবিতে তাপস পাল এবং দেবশ্রী রায়ের যে কেমিস্ট্রি এবং দুষ্টু মিষ্টি রোম্যান্স দেখা গিয়েছে সেটি দারুণ। এই ছবি দেখে যাবে hoichoi তে।

Advertisment

শহরের উষ্ণতম দিনে: বছর দুয়েক আগে রিলিজ করা এই বাংলা ছবিতে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায় এবং বিক্রম চট্টোপাধ্যায়। মর্ডান প্রেমের সঙ্গে ফিউশন এবং ফ্ল্যাশব্যাক সঙ্গে কেমিস্ট্রি এমন যেন মন ছুঁয়ে যায়। এই ছবি দেখা যাবে, Zee5 এ।

প্রেমের কাহিনী: একদম কনটেম্পরারি কমার্শিয়াল লাভ স্টোরি যদি কেউ আবারও উপভোগ করতে চান তবে দেব কোয়েল অভিনীত এই বাংলা ছবিটি অনেকেরই পছন্দ হবে। যদিও বা দেব তখন একেবারেই নতুন, এবং তিনি আকাশ চরিত্রে বেশ জনপ্রিয়তা পান। দেখা যাবে অ্যামাজন প্রাইমে।

পরিণীতা: রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই সিনেমা শুধু প্রেম না,  বরং কী করে প্রেমের মানুষটির জন্য প্রতিশোধ নিতে হয়, সেই গল্প ও বলে। তাই, এই ছবি যেমন খুব আনন্দের তেমনই খুব বেদনার। এই ছবি দেখা যাবে, ZEE5 এ।

বাবলি: ফের একবার রাজ চক্রবর্তীর ছবি বাবলি। আর এই ছবিতে শুভশ্রী এবং আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। যেমন, অসাধারণ কেমিস্ট্রি, তেমনই বুদ্ধদেব বাবুর গল্পে তারা প্রাণ ঢেলেছেন। ফলে, এই ছবি আদ্যোপান্ত প্রেমে ভর্তি।

কিসমিস: দেব অভিনীত এই ছবি কলেজ রোম্যান্স থেকে শুরু করে নানা গল্প বলেছে। শুধু তাই নয়, এই ছবিতে দেবকে একদম অন্যরকম ভাবে পাওয়া গিয়েছে। বিশেষ করে, দেব রুক্মিণী জুটির অন্যতম সেরা ছবি এটি। দেখা যাবে, হটস্টার এবং প্রাইম ভিডিওতে।

শেষ থেকে শুরু: জিৎ কোয়েল অভিনীত এই ছবিতে যেমন প্রেম এবং রোম্যান্স আছে তেমনই আছে বিচ্ছেদ এবং বেদনা। তাই প্রেমের বিশেষ দিনে এমন কিছু হয়ে যাক? দেখা যাবে Hoichoi, অ্যামাজন এবং Zee5 এ।

Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Bengali Film Industry valentines-day