Advertisment
Presenting Partner
Desktop GIF

৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিল নবান্ন

বৃহস্পতিবার সন্ধের পর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

author-image
IE Bangla Web Desk
New Update
cinema-halls

কোভিড বিধি মেনে রাজ্যের সিনেমা হলগুলি খোলার অনুমতি দিল নবান্ন।

কোভিড বিধি মেনে রাজ্যের সিনেমা হলগুলি খোলার অনুমতি দিল নবান্ন। বৃহস্পতিবার সন্ধের পর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে হল খোলার ক্ষেত্রে শর্ত রয়েছে। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল-মাল্টিপ্লেক্স চালু করা যাবে।

Advertisment

এদিকে, ১৫ আগাস্ট পর্যন্ত রাজ্যে কোভিড বিধি-নিষেধের মেয়াদ বাড়ল। সংক্রমণ রোধে আত্মনিয়ন্ত্রণ আগেই শিথিল করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে বাজার, দোকান, হোটেল-রেস্তোরাঁ, বার, জিম, সহ নানা ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছিল। এবারও তা বজায় থাকছে। তবে রাতের চলা ফেরা নিয়্ন্ত্রণে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নবান্ন।

স্টাফ স্পেশাল ট্রেন চলবে। তবে, এবারও লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে নতুন করে কোনও অনুমতি রাজ্যের তরফে দেওয়া হয়নি। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড বিধি-নিষেধের মেয়াদ বৃদ্ধি করা হল। ইন্ডোরে সরকারি কোনও অনুষ্ঠানের আয়োজন ৫০ শতাংশ লোকজন নিয়ে করা যেতে পারে। সেখানে অবশ্যই কোভিড বিধি মানতে হবে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাস্ক পরতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।

আরও পড়ুন এই নথি ব্যাগে না থাকলে পাহাড়ে প্রবেশ নিষেধ! দিঘায় আবার হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়

জরুরি পরিষেবা ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাফেরায় নিষেধাজ্ঞা আগেই জারি ছিল। এখনও বহাল থাকবে। কোভিড বিধি কার্যকরে পুলিশ প্রশাসনকে কড়া নজদরদারির কথা বলা হয়েছে। বিধিভঙ্গ করলেই অভিযুক্তের বিরুদ্ধে মহামারি আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nabanna Covid protocols Cinema Hall
Advertisment