/indian-express-bangla/media/media_files/2025/04/15/5wX1cXfxvv5ULA63DRpb.jpg)
Biswanath Basu- কত নম্বর পেয়েছিলেন তিনি? Photograph: (ছবিঃ শশী ঘোষ )
WBBSE Madhyamik result 2025-Biswanath Basu: আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক মানেই জীবনের সবথেকে বড় পরীক্ষা। শুধু তাই না মাধ্যমিক মানেই প্রথম স্কুলের বাইরে বেরিয়ে পরীক্ষা দেওয়ার এক অনন্য অনুভূতি। আর এত বছর আগের কথা আজও মনে রেখেছেন বিশ্বনাথ বসু। মাধ্যমিকে কত পেয়েছিলেন তিনি? স্পষ্ট মনে রয়েছে সবকিছু।
অভিনেতার কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তরফে ফোন যেতেই তিনি বললেন, "মাধ্যমিকে কত পেয়েছি, সেটা আমি কোনদিন ভুলবো না। ৯০০ এ পরিক্ষা হত, আমি ৫১৫ পেয়েছিলাম।" আর ভয়? সব থেকে কোন বিষয়ে তিনি ভয় পেতেন? উদ্বিগ্ন কণ্ঠে অভিনেতার সাফ উত্তর, "অঙ্ক! এর থেকে বড় ভয় আর কিছু আছে। আমার মনে আছে যেদিন আমি অংক পরীক্ষা দিয়ে এসেছিলাম, পড়ার ঘরে অংক বই দেখে বলেছিলাম, যে গুডবাই! তোমার সঙ্গে আর কোনদিন দেখা হবে না।"
অংক বিভীষিকা ছিল তার কাছে। কিন্তু ভীষণ মজার মানুষ বিশ্বনাথ বসু, আরো একটি অজানা গল্প শেয়ার করেছেন আমাদের সঙ্গে। পড়াশোনায় যাই হোক না কেন, তিনি বরাবরই অভিনেতা হতে চেয়েছেন। তাকে যখন জিজ্ঞেস করা হল, ছোটবেলা থেকে আপনার কি হওয়ার ইচ্ছে ছিল? বলেন, "স্কটিশ চার্চ স্কুলের বাংলার দিদিমণি, তিনি গোল্ড মেডেলিস্ট , আমায় জিজ্ঞেস করেছিলেন যে বাংলায় কোন বইটা পড়ো? আমি বলেছিলাম আনন্দলোক পড়ি। অভিনেতা হতে চেয়েছিলাম ছোট থেকে।" এখানেই শেষ নয়...
Madhyamik Result 2025: 'আমার ভয় ছিল এই একটাই..', মাধ্যমিকের রেজাল্ট …
অংকে যে ভীতি এই নিয়ে আরেক গল্প তিনি জানালেন। বললেন, "১৯৯৪ সালে আমাদের দুবার অংক পরীক্ষা হয়েছিল। শিক্ষাব্যবস্থা নিয়ে চূড়ান্ত গন্ডগোল হয়। শ্যামবাজার মোড়ে সে কি অবস্থা। আমার মনে আছে প্রথমবার যে অংক পরীক্ষা দিয়েছিলাম সেটাতে আমি ১৫ পেতাম না। আর দ্বিতীয়বার যে অংক পরীক্ষা দিলাম সেখানে ৬৮ পেয়েছিলাম। আর একটা কথা বলছি, বাংলায় সব থেকে কম নম্বর পেয়েছিলাম। দুটো পেপার মিলিয়ে ৯৫ পেয়েছিলাম। বাঙালি ছেলে হয়ে বাংলায় সব থেকে কম পাব, এটা আশা করিনি। তাই জেদ চেপে গিয়েছিল এবং উচ্চমাধ্যমিকে বাংলায় ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়ে, স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স করেছিলাম।"
মাধ্যমিকের স্মৃতি কেউ কোনদিনই ভোলেন না। যত বড়ই তারকা হোন না কেন, পুঙ্খানুপুনখু সব এমন থাকে সকলের।