scorecardresearch

‘বাবা-জাহ্নবীদের সঙ্গে কোনওদিন সম্পর্ক স্বাভাবিক হবে না’, সাম্প্রতিক সাক্ষাৎকারে অকপট Arjun Kapur

Arjun Kapur: ‘যদি বলি আমরা একটাই পরিবার, সুখি পরিবার, তা হলে মিথ্যে বলা হবে।আমরা বিচ্ছিন্ন পরিবার।’

Arjun Kapur, Jahnavi Kapur
চার সন্তানের সঙ্গে বনি কাপুর।

Jahnavi and Arjun Kapur: বনি কাপুর এবং জাহ্নবী-খুশির সঙ্গে কোনওদিন তাঁদের সম্পর্ক স্বাভাবিক হবে না। সাম্প্রতিক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অর্জুন কাপুর। প্রযোজক বনি কাপুরের প্রথমপক্ষের স্ত্রী মোনা কাপুর। তাঁদের দুই সন্তান অর্জুন এবং অনশুলা কাপুর। আবার মোনা কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর বনি কাপুর বিয়ে করেন শ্রীদেবীকে। তাঁদের দুই সন্তান জাহ্নবী এবং খুশি কাপুর।

এদিকে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে একটা গুঞ্জন, অর্জুন-অনশুলা এবং জাহ্নবীদের মধ্যে দূরত্ব কমছে। কখনও এটাও রটেছে একইসঙ্গে থাকতে শুরু করেছেন বনি কাপুরের চার সন্তান। কিন্তু পুরোটাই যে গুজব এবং গুঞ্জন।সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন অর্জুন কাপুর।

তিনি বলেছেন, ‘বাবা, মাকে ছেড়ে শ্রীদেবীকে বিয়ে করেন। এটা ছোট থেকেই মেনে নিতে পারেনি অর্জুন কাপুর। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্কুল এবং বন্ধু মহলে ঘুরিয়ে তাঁর নতুন মা-র সম্বন্ধে জানতে চাইত বন্ধুরা। কোনওদিন তাঁদের সঠিক জবাব দিতে পারেননি অর্জুন কাপুর।‘ এই অভিনেতা জানিয়েছেন, ‘যখন তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন তখন বনি কাপুর পরিচিত এবং প্রতিষ্ঠিত মুখ। আর শ্রীদেবী তখন বলিউডের প্রথমসারির অভিনেত্রী। তাই এই সম্পর্ক নিয়ে চারদিকে আলোচনা হত। যেটা একটা গভীর ছাপ ফেলেছিল অর্জুন কাপুরের মনে।‘

এর আগেও একবার অর্জুন কাপুর বলেছিলেন, ‘বাবার সঙ্গে বিচ্ছেদের পর খানিকটা মানসিক অবসাদে মৃত্যু হয় তাঁর মায়ের।‘ সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘যদি বলি আমরা একটাই পরিবার, সুখী পরিবার, তা হলে মিথ্যে বলা হবে।আমরা বিচ্ছিন্ন পরিবার। যাঁরা একসঙ্গে থাকার চেষ্টা চালাচ্ছি। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি। একসঙ্গে থাকলে ভাল সময় কাটাই। তাও আমরা এক হয়ে উঠিনি।’ একইসঙ্গে তাঁর দাবি, ‘কোনও দিন এই সম্পর্ক ঠিক হবে না।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: We are not happy family confesses arjun kapur entertainment