Web Series: নতুন ধামাকা ওয়েব সিরিজে, ফিরছেন 'দ্যা ফ্যামেলি ম্যান' মনোজ, কবে কোথায় দেখবেন?

সামনেই রিলিজ করতে চলেছে মনোজ বাজপায়ী অভিনীত আরেকটি সিরিজ দ্যা ফ্যামিলি ম্যান, সিজন ৩। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। আর আজ ২০২৫ এর বড় খবর দিয়েছেন এই সিরিজের নির্মাতারা।

সামনেই রিলিজ করতে চলেছে মনোজ বাজপায়ী অভিনীত আরেকটি সিরিজ দ্যা ফ্যামিলি ম্যান, সিজন ৩। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। আর আজ ২০২৫ এর বড় খবর দিয়েছেন এই সিরিজের নির্মাতারা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
manoj bajpayee web series the family man season 3

কবে মুক্তি পাচ্ছে এই শো?

Web Series Updates: এখনকার প্রজন্ম ওয়েব সিরিজ দেখতে দারুণ ভালবাসে। বিশেষ করে তাঁরা নির্দিষ্ট কিছু সিরিজের নির্দিষ্ট কিছু চরিত্রকে ভীষণ পছন্দ করেছেন। আজই রিলিজ করেছে পঞ্চায়েত। এই নিয়ে ৪টি সিজন এল এই সিরিজের। দর্শক যেন মুখিয়ে ছিল এই সিরিজ দেখার জন্য। এবং, বলাই উচিত সেই অপেক্ষার প্রহর গোণার কারণ আছে। 

Advertisment

সামনেই রিলিজ করতে চলেছে মনোজ বাজপায়ী অভিনীত আরেকটি সিরিজ দ্যা ফ্যামিলি ম্যান, সিজন ৩। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। আর আজ ২০২৫ এর বড় খবর দিয়েছেন এই সিরিজের নির্মাতারা। তাঁরা কনফার্ম করেছেন যে কবে এই সিরিজ রিলিজ করতে চলেছে। প্রথম পোস্টার রিলিজ করেছেন তাঁরা। সঙ্গে এও জানিয়েছনে, কবে এটি রিলিজ করছে, এবং কবে কোথায় এটি দেখা যাবে?

Rap মিউজিক বানাতে গিয়ে মা কালীকে নিয়ে ছেলেখেলা? হিন্দুদের ভাবাবেগে …

Advertisment

মঙ্গলবার, নির্মাতারা জানিয়েছেন, এই সিরিজ আসছে খুব শীঘ্রই। বরাবরের মতো, এবারও প্রাইম ভিডিওতে দেখা জাবে নতুন সিজন। সেই পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, সবার চোখ ফ্যামেলি ম্যানের ওপর আছে। নতুন সিজন আসছে খুব শীঘ্রই। এবং এই সিজনে মনোজ তো আছেনই। তবে, সঙ্গে আছেন প্রিয়ামনি, শারিব হাশমি। আর কে কে আছেন এই শোয়ে? 

ক্যাপশনে অন্যান্য কাস্ট সদস্যদেরও ট্যাগ করা হয়েছে যারা এই সিজনে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন তামিল তারকা, সন্দীপ কিষাণ, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরি, দর্শন কুমার, দলীপ তাহিল, সীমা বিশ্বাস, বিপিন কুমার শর্মা এবং হরমন সিংহ। প্রথম সিজনে দেখা যাওয়া গুল পনাগও ফিরতে চলেছেন এই শোয়ে। কিন্তু ... 

Bollywood music composer: পরিবারকে ত্যাগ করেন, থাকতেন পেয়িং গেস্টে! এই কিংবদন্তির কাছে ঋণী আশা ভোঁসলে? কাঁদিয়ে যেভাবে গেলেন সুরকার...

অভিনেতা জয়দীপ আহলাওাত এই সিজনে কাজ করবেন বলে জানিয়েছিলেন মনোজ। তাঁকে কিন্তু ট্যাগ করা হয়নি। তাই, তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই যায়। মার্চ মাসে, মনোজ ওটিপ্লেকে বলেছিলেন, "আমরা দু'বছর আগে জয়দীপ আহলাওয়াতকে কাস্ট করেছিলাম এবং তিনি পাতাল লোক সিজন ২-এ খুব ভাল অভিনয় করেছেন। আমাদের সৌভাগ্য, তিনি দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে রয়েছেন।" 

web series Manoj Bajpayee OTT