Advertisment
Presenting Partner
Desktop GIF

যশ-মিঠুন-পায়েল-শ্রাবন্তীর মতো 'হেভিওয়েট' মুখরা এবার বিজেপির তারকা প্রচারক

একুশের নির্বাচনী কৌশলে 'গ্ল্যামার ইন্ডাস্ট্রি' বেজায় গুরুত্বপূর্ণ। তারকা-খচিত প্রার্থীতালিকাতেই বাজিমাত করতে মরিয়া তৃণমূল-বিজেপি উভয়ই।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP tollywood

'সোনার বাংলা' গড়তে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বাংলা দখলের লড়াইয়ে সবুজ-গেরুয়া দুই শিবিরের তরফেই স্টার স্ট্র্যাটেজি তুঙ্গে। বলা ভাল, একুশের নির্বাচনী (West Bengal Assembly Election 2021) কৌশলে 'গ্ল্যামার ইন্ডাস্ট্রি' বেজায় গুরুত্বপূর্ণ। তারকা-খচিত প্রার্থীতালিকাতেই বাজিমাত করতে মরিয়া তৃণমূল-বিজেপি উভয়ে। প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর থেকে ঘাসফুল শিবিরের তরফে আদা-জল খেয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তারকারা। আসানসোলে সায়নী ঘোষ, কৃষ্ণনগরে কৌশানী মুখোপাধ্যায়, মেদিনীপুরে জুন মালিয়ারা যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে ঝড় তুলেছেন, তখন পিছিয়ে নেই পদ্ম শিবিরও। বিজেপির (BJP) তারকা প্রচারকের তালিকাতেও হেভিওয়েট নামের ছড়াছড়ি।

Advertisment

বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়রা গেরুয়া শিবিরের পোড় খাওয়া নেতা হলেও বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া তারকারাও কিন্তু প্রচারকের তালিকায় যথেষ্ট গুরুত্ব পেয়েছেন। প্রথম দফায় গেরুয়া শিবিরের হয়ে ভোট প্রচার করবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), যশ দাশগুপ্ত (Yash Dasgupta), পায়েল সরকার (Paayel Sarkar) এবং হিরণ (Hiran Chatterjee)। মিঠুনকে নিয়ে বাঙালির আবেগকে হাতিয়ার করেই যে গেরুয়া শিবির প্রচার চালাবে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, বুধবারই খড়গপুরে বিজেপির তরফে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়েছেন হিরণ। বলা ভাল, গেরুয়া শিবিরর তরফে বিধানসভা ভোটে লড়ার জন্য এই প্রথম কোনও তারকা ছাড়পত্র পেলেন। উপরন্তু দিলীপ ঘোষের কেন্দ্র। কাজেই ভাগ্য যে হিরণের উপর এবার সুপ্রসন্ন হতেই পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Yash Dasgupta mithun chakraborty Srabanti Chatterjee bjp West Bengal Assembly Election 2021 Paayel Sarkar
Advertisment