একাধিকবার দল বদলে বর্তমানে রাজনৈতিক মহলের অনেকেরই বিরাগভাজন হয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রশ্ন উঠেছে তাঁর রাজনৈতিক আদর্শগত স্থিরতা নিয়েও! বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর মহাগুরুকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীও। এবার সেই প্রেক্ষিতেই একদা একই দলের সতীর্থ তথা ইন্ডাস্ট্রির সহকর্মী চিরঞ্জিৎ (Chiranjeet) বিঁধলেন মিঠুন চক্রবর্তীকে। সাফ বললেন, "উনি সুবিধে নেওয়া লোক, সুরক্ষা পেতেই বিজেপিতে গিয়েছেন।"
প্রসঙ্গত, “মারব এখানে, লাশ পড়বে শ্মশানে” বা “আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি”- এমন গরমাগরম সংলাপ দিয়েই রবিবার মোদীর ব্রিগেড মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। একদা বামঘনিষ্ঠ অভিনেতা পরিবর্তনের সরকারে যিনি কিনা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, সেই তিনিই এবার বাম থেকে ঘাসফুল শিবির হয়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেন! একুশের ভোটে বিজেপির (BJP) বাংলা দখলের লড়াইয়ে মিঠুন চক্রবর্তী যে অন্যতম মূল অস্ত্র হতে চলেছেন, তা হলফ করে বলাই যায়। তবে মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়। নেটজনতার একাংশ যখন মহাগুরুর সংলাপে মেতেছেন, অনেকে আবার ভ্রু উঁচিয়েছেন তাঁর পদ্ম যোগে। অতঃপর গত কয়েক দশক ধরে বাঙালির মনে মিঢঠুন নামক যে আবেগ ছিল, তার অনেকটাই যে নড়ে গিয়েছে পদ্মযোগের পর তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সমালোচকরা বলছেন, “বাম থেকে গেরুয়া-যোগ, ভায়া ঘাসফুল! নানা রঙের মিঠুন রাজনীতিরও ‘মহাগুরু’।” সেই প্রেক্ষিতেই এবার তৃণমূলের আরেক একনিষ্ঠ সদস্য অভিনেতা চিরঞ্জিৎ-ও বিঁধলেন সদ্য পদ্ম শিবিরে যোগ দেওয়া ডিস্কো ডান্সারকে।
উল্লেখ্য, তৃতীয়বারের জন্য বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের (TMC) হয়ে টিকিট পেয়েছেন চিরঞ্জিৎ। একুশের রণক্ষেত্রে (West Bengal Assembly Election 2021) বিরোধীপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। তৃণমূল সুপ্রিমোর ভরসার পাত্রও তিনি। মিঠুন চক্রবর্তীর পদ্ম-যোগ নিয়ে যখন ঘাসফুল শিবিরের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই, তখন সেই আমেজে গা ভাসালেন চিরঞ্জিৎও।
তৃণমূলের তারকা প্রার্থীর কথায়, শুনেছি, মিঠুনের ছেলের নামে কেস রয়েছে। ওঁর নামেও সিবিআইয়ে মামলা ছিল। সবমিলিয়ে হয়তো কোনও বাধ্যবাধকতা তৈরি হয়েছে। উনি সুবিধে নেওয়া লোক। প্রকৃত অর্থে পার্টি মেম্বার নন। তাই কোনও সুরক্ষা পাওয়ার জন্যই হয়তো বিজেপিতে গিয়েছেন। এছাড়া তৃণমূলে যে সম্মানটা হারিয়েছেন, তা তো এখানে ফিরে পাবেন না। সেই খাতিরটা এখন আর সিপিএমও করবে না। তাহলে আর কোন পার্টিতে যাবেন? যেখানে একটু খাতির পাবেন! সেই জায়গা থেকেই মিঠুন বিজেপিতে যোগ দিয়েছেন বলে অভিমত চিরঞ্জিতের।