scorecardresearch

বর্ধমানের বনপাস স্টেশনের ‘নামবিভ্রাট’! ঋত্বিক-পাওলির শুটিংয়ে ‘অতিষ্ট’ স্থানীয়রা

শুটিং টিমের কাণ্ডকারখানায় চটে লাল স্থানীয় বাসিন্দারা। ভুরি ভুরি অভিযোগ..

Paharganj Halt, Ritwick Chakraborty, Paoli Dam, Banpas staion, Burdwan news, ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, পাহাড়গঞ্জ হল্ট, বর্ধমানের খবর, বনপাস স্টেশন, টলিউডের খবর
ঋত্বিক-পাওলির শুটিংয়ে 'অতিষ্ট' বনপাশ স্টেশন

রাতারাতি বদলে গেল বর্ধমানের বনপাস স্টেশনের নাম! নেপথ্যে টলিউড সিনেমার শুটিং। কাউন্টারে গিয়ে টিকিট কাটা তো দূর অস্ত, এমনকী শুটিং চলাকালীন ট্রেনে উঠতে গিয়েও খাবি খেতে হচ্ছে বনপাশ বাসিন্দাদের। যার জেরে অতিষ্ট হয়ে উঠেছে তাঁদের জীবন। কারও ট্রেন ধরতে দেরি হচ্ছে তো ডেলি প্যাসেঞ্জারদের কেউ ট্রেন ধরতে পারছেন না..! ভুরি ভুরি অভিযোগ ঋত্বিক চক্রবর্তী ও পাওলি দামের ছবির শুটিং টিমের বিরুদ্ধে।

স্টেশনের নামের জায়গায় নতুন নাম। বনপাসের বদলে লেখা ‘পাহাড়গঞ্জ হল্ট’। রেলের নিয়মানুযায়ী প্রথমে বাংলায়, তারপর হিন্দিতে, শেষে ইংরেজিতে। আর তা দেখেই বেজায় চটেছেন নিত্যযাত্রীরা। আসলে স্টেশনের এই নামবদল মাত্র ৩ দিনের জন্য। কারণস বনপাস স্টেশনে শুটিং হচ্ছে ঋত্বিক-পাওলির ছবি ‘পাহাড়গঞ্জ হল্ট’। আর সেই সিনেমার নামেই স্টেশনের এমন নামকরণ। তবে এই নাম বদল দিন তিনেকের জন্যই। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ফেসবুকে।

[আরও পড়ুন: ‘কুন্তল ঘোষের টাকায় দুবাই? ED আসবে বলে উড়ছেন..!’ ভয়ঙ্কর কটাক্ষ বনি সেনগুপ্তকে]

তাঁদের কথায়, নামবদল হল অথচ রেল কর্তৃপক্ষের তরফে জনসংযোগ আধিকারিকের তরফে কোনও নির্দেশিকা জারি করা হল না। তাঁদের বোঝা উচিত যে, রেল শুধুমাত্র টাকা কামানোর জায়গা নয়। অনেকের অভিযোগ, টিকিট কাটতে গিয়ে কিংবা স্টেশন চত্বরে ঢুকতে গিয়ে সমস্যা পোহাতে হয়েছে। কারণ শুটিং টিমের নিরাপত্তারক্ষীরা বাঁধা দিচ্ছেন। সবমিলিয়ে পূর্ব রেলের কাণ্ডে বেজায় বিরক্ত স্থানীয়রা।

এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বনপাশ স্টেশন ম্যানেজার। তিনি জানান, রেল কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়েই এখানে শুটিং হচ্ছে। ২৮ মার্চ থেকে ৩০ মার্চ অবধি শুটের জন্যই স্টিকার সেটে স্টেশনের নামবদল হয়েছে। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শুটিং হচ্ছে এখানে। যাত্রীদের যাতে অসুবিধে না হয়, সেইজন্যও স্টপেজও বেশিক্ষণ সময় ধরে দেওয়া হচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: West burdwan rail staion name changed for ritwick chakraborty paoli dams pahargunj halt