OTT Release: ওটিটি গাইড: নেটফ্লিক্স, অ্যাপল টিভি, প্রাইম ভিডিওতে কী কী দেখবেন এই সপ্তাহে?

ওটিটি প্ল্যাটফর্মে এই সপ্তাহে আসন্ন নতুন রিলিজের তালিকা: কিলিয়ান মারফির স্টিভ, স্টিভেন সোডারবার্গের ভুতুড়ে থ্রিলার প্রেজেন্স, সত্য ঘটনা ভিত্তিক দ্য লস্ট বাস, এবং প্রাইম ভিডিওর অ্যাকশন-থ্রিলার প্লে ডার্টি। জানুন কোন সিরিজ ও ছবিগুলো মিস করা যাবে না।

ওটিটি প্ল্যাটফর্মে এই সপ্তাহে আসন্ন নতুন রিলিজের তালিকা: কিলিয়ান মারফির স্টিভ, স্টিভেন সোডারবার্গের ভুতুড়ে থ্রিলার প্রেজেন্স, সত্য ঘটনা ভিত্তিক দ্য লস্ট বাস, এবং প্রাইম ভিডিওর অ্যাকশন-থ্রিলার প্লে ডার্টি। জানুন কোন সিরিজ ও ছবিগুলো মিস করা যাবে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ott release this week

একঝলকে দেখে নিন ..

এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে একাধিক বহুল প্রতীক্ষিত ছবি ও সিরিজ মুক্তি পাচ্ছে। উৎসবের আবহে রিলিজ করছে কী কী ছবি? অনেকগুলি তো দীর্ঘদিন ধরে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। একঝলকে দেখে নিন সেই তালিকাঃ 

Advertisment

দ্য গেম: ইউ নেভার প্লে অ্যালোন – নেটফ্লিক্স

রাজেশ এম সেলভার পরিচালিত থ্রিলার সিরিজ, যেখানে ভার্চুয়াল জগৎ ও বাস্তব জীবনের সীমারেখা ভেঙে পড়ে। প্রযুক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাকে বিশ্বাস করা যায়- এই প্রশ্নকেই ঘিরে আবর্তিত এর গল্প। এতে শ্রদ্ধা শ্রীনাথ ওটিটি অভিষেক-ও করেছেন।

দ্য লস্ট বাস – অ্যাপল টিভি

পল গ্রিনগ্রাস পরিচালিত সত্য ঘটনার চলচ্চিত্র এটি। ক্যালিফোর্নিয়ার দাবানলের ভয়াবহতার মধ্যে, এক স্কুল বাস চালক ও সাহসী শিক্ষকের লড়াইয়ে, ২২ জন শিশুকে রক্ষা করার গল্প। অভিনয়ে ম্যাথিউ ম্যাককোনাহি ও আমেরিকা ফেরেরা।

Advertisment

স্টিভ – নেটফ্লিক্স

কিলিয়ান মারফি অভিনীত গল্প, যেখানে এক প্রধান শিক্ষক, স্কুল বন্ধের বিরুদ্ধে লড়াই করেন। ম্যাক্স পোর্টারের উপন্যাস 'Shy' অবলম্বনে নির্মিত, ছবিটি মানসিক দ্বন্দ্ব ও সম্পর্কের ভঙ্গুরতা তুলে ধরে। 

প্রেজেন্স – লায়ন্সগেট

স্টিভেন সোডারবার্গের পরীক্ষামূলক হরর-ড্রামা। মাত্র ১১ দিনে শ্যুট করা হয় এই সিনেমাটি। এই চলচ্চিত্রটি একটি পরিবারকে ঘিরে, যেখানে অব্যক্ত ভয় ও পারিবারিক ভাঙন একসঙ্গে উন্মোচিত হয়। অভিনয়ে লুসি লিউ।

প্লে ডার্টি – প্রাইম ভিডিও

‘পার্কার’ বই সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন-থ্রিলার। বিশেষজ্ঞ চোর পার্কারের (মার্ক ওয়াহলবার্গ) নেতৃত্বে একদল চোর বড়সড় ডাকাতিতে নামে। পরিচালনায় শেন ব্ল্যাক।

Entertainment News Today Entertainment News OTT