/indian-express-bangla/media/media_files/2025/06/14/7ANO9kv0VIM1E5Lqx877.jpg)
মৃত্যুর ঠিক আগে কী বলেছিলেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী?
Karishma Ex Husband last word Before Death: সঞ্জয় কাপুর, বিনোদন জগতের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন এই 'বিজনেজ টাইকুন'। বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলার সময় মুখের মধ্যে মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকের কাছে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৫৩-তেই বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব ও সন্তান নিয়ে সুখী পরিবারকে কাঁদিয়ে চলে গেলেন সঞ্জয় কাপুর। প্রাক্তন স্বামীর মৃত্যুতে শোকাহত কাপুর কন্যা করিশ্মা। তাঁকে সামলাতে ছুটে গিয়েছিলেন সইফ-করিনাও। সমবেদনা জানাতে এসেছিলেন মালাইকা অরোরা, অমৃতা অরোরাও। সঞ্জয়ের এই আকস্মিক মৃত্যুর ঠিক আগে কী বলেছিলেন? মুখে মৌমাছি পড়েছে সেটা বুঝতে পারেননি। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুয়ায়ী, করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর শেষ কথা, 'আমি মনে হয় কিছু একটা গিলে ফেলেছি।'
NDTV-এর রিপোর্ট মোতাবেক, সঞ্জয়ের শেষকৃত্য হবে দিল্লিতে। তিনি যেতেহু লন্ডনের বাসিন্দা তাই বেশ কিছু আইনি পদ্ধতি বাকি আছে। সেই জন্য শেষকৃত্যের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী সঞ্জয়ের ব্যবসায়ী শ্বশুরমশাই অশোক সচদেব একটি প্রকাশনা সংস্থাকে জানিয়েছেন, 'ময়নাতদন্তের কাজ চলছে। সেটা শেষ হয়ে গেলে দেহ ভারতে নিয়ে আসা হবে। তারপর শেষকৃত্য সম্পন্ন হবে।' প্রসঙ্গত, সঞ্জয়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল। যা দেখে নেটনাগরিকের একাংশের অনুমান, তিনি নাকি আগেই মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন। মৃত্যুর তিনদিন আগে কী লিখেছিলেন সঞ্জয় কাপুর?
Progress demands bold choices, not perfect conditions. #MondayMotivationpic.twitter.com/vapd8KkOuU
— Sunjay Kapur (@sunjaykapur) June 9, 2025
তিনি লেখেন, , 'এই পৃথিবীতে আমাদের সময় সীমিত। কী হলে কী হতে পারত, এই সব 'যদি'-র বিষয় দার্শনিকদের ভাবতে দিন। তার পরিবর্তে নিজে ভাবতে শুরু করুন, যা হবার তা আপনি কেন করবেন না!' এই পোস্ট ঘিরেই নেটনাগরিকের মনের মধ্যে প্রশ্নের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা সুহেল শেঠ। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, 'ইংল্যান্ডে সঞ্জয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনা অত্যন্ত মর্মাহত। ওঁর পরিবারের জন্য এটা মারাত্মক ক্ষতি ও কঠিন একটা সময়। সঞ্জয়ের পরিবার ও সহকর্মী সকলের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।'
আরও পড়ুন 'এই পৃথিবীতে...', মৃত্যুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন? করিশ্মার প্রাক্তন স্বামীর পোস্ট ঘিরে জোর জল্পনা