আগেই শোনা গিয়েছিল যে আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের গোড়ার দিকে সন্তানের জন্ম দিতে পারেন নুসরত জাহান (Nusrat Jahan)। সেই সময় এখন উপস্থিত। অতঃপর গত কয়েকদিন ধরেই অনুরাগীরা বিশেষ কৌতূহলী হয়ে উঠেছেন যে, নুসরত কবে মা হবেন? কিংবা কবে হাসপাতালে ভর্তি হবেন? এহেন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁদের মাথায়। সেই প্রেক্ষিতেই বুধবার সকালেই শোনা গেল যে, অভিনেত্রী নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্যস, অমনি টলিপাড়া-সহ অভিনেত্রীর অনুরাগীমহলে উন্মাদনার অন্ত নেই। তা আদৌ কি নুসরত জাহান হাসপাতালে ভর্তি হয়েছেন? ফাঁস করলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।
বুধবারই যশ তাঁর আগামী ছবি 'চিনেবাদাম'-এর জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তাঁকে যখন প্রশ্ন ছোঁড়া হল নুসরতের হাসপাতালে ভর্তি হওয়ার জল্পনা নিয়ে, খোলাখুলি উত্তর দিলেন অভিনেতা। এক সংবাদমাধ্যমের কাছে যশ জানিয়েছেন, নুসরত এখনও হাসপাতালে ভর্তি হননি। বাড়িতেই রয়েছেন। এটা রটনা। অন্যদিকে শোনা যাচ্ছে, আজই অর্থাৎ বুধবার রাতেই হাসপাতালে ভর্তি হতে পারেন অভিনেত্রী। আর সব ঠিক থাকলে বৃহস্পতিবারই মা হবেন নুসরত জাহান।
<আরও পড়ুন: সলমনকে এয়ারপোর্টে আটকে ‘হিরো’ জওয়ান, CISF দিল বিরাট সম্মান>
প্রসঙ্গত, সম্প্রতি যশের সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন হবু মা নুসরত। দুজনে একসঙ্গে ছবি পোস্ট না করলেও, একই রেস্তরাঁর ছবি দেওয়াতে সেটা দুয়ে দুয়ে চার করে নেটিজেনদের দাবি, এদিন একই সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন যশ ও নুসরত। তবে নুসরতের কোল আলো করে কবে ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই অপেক্ষাতেই আপাতত প্রহর গুনছে অনুরাগীরা।
অন্যদিকে, আবার এও শোনা যাচ্ছে যে, চিকিৎসকের কাছে অভিনেত্রী আবদার জানিয়েছেন, তাঁর মা হওয়ার সময়ে যেন যশ পাশে থাকেন। যদিও সেই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আর সেই বিষয়েও অভিনেতা মুখ খোলেননি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন