Advertisment

Bigg Boss 18 Finale: ১৮তম সিজনের গ্র্যান্ড ফিনালে , কোথায় কখন দেখা যাবে Bigg Boss ফাইনাল?

Bigg Boss 18: এবার বেশিরভাগের দাবি ভিভিয়ান কিংবা করনবীর যেকোনও একজন পেতে পারেন ট্রফি। এই দুই তারকার ভক্তরা, প্রথম থেকেই সাপোর্ট করে আসছেন তাঁদের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bigg boss 18 finale

কোথায় দেখা যাবে বিগ বস ১৮ এর ফাইনাল? Photograph: (ফাইল চিত্র )

এটি বছরের সেই সময় যখন বিগ বস সর্বশেষ মরসুমের বিজয়ীর নাম ঘোষণা করতে প্রস্তুত। শোয়ের নির্মাতারা আজ রাতে বিগ বস সিজন ১৮ এর বিজয়ীর নাম ঘোষণা করবেন। জানা গিয়েছে, বিজয়ী পাবেন ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কার। ওটিটির শেষ সিজনে ভাইজান না থাকলেও, ১৮ তম মরসুমে   সলমন খান বিগ বসের হোস্ট হিসাবে ফিরে এসেছিলেন। 

Advertisment

বিগ বসের গ্র্যান্ড ফিনালে কোথায় দেখবেন?

রাত সাড়ে ৯টা থেকে কালার্সে সম্প্রচারিত হবে বিগ বসের গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি প্রায় তিন ঘন্টা ধরে প্রচারিত হবে এবং মধ্যরাতের দিকে বিজয়ী ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে। ফাইনাল লাইভ একই সঙ্গে জিও সিনেমা এবং জিও টিভি মোবাইল অ্যাপে স্ট্রিম করা হবে।

গ্র্যান্ড ফিনালে পর্বে কেবল ফাইনালিস্টদেরই নয়, তাদের পরিবারকেও দেখানো হবে। প্রাক্তন প্রতিযোগীদের প্রত্যাবর্তনও ঘটবে এই পর্বে। সলমন খান এই মরসুমের প্রতিযোগীদের নিয়ে তাঁর চূড়ান্ত বক্তব্য দিয়ে দর্শকদের বিনোদন দেবেন।

Advertisment

শ্রুতিকা অর্জুন, চাহাত পান্ডে এবং শিল্পা শিরোদকরকে বাদ দেওয়ার পরে, মরসুমে মাত্র ছয়জন প্রতিযোগী রয়েছেন: ভিভিয়ান ডিসেনা, করণবীর মেহরা, অবিনাশ মিশ্র, ইশা সিং, চুম দারাং এবং রজত দালাল। এই ছয় প্রতিযোগীর মধ্যে মাত্র একজনকে বিজয়ীর মুকুট পরানো হবে। ভক্তদের পছন্দের প্রতিদ্বন্দ্বী বেছে নেওয়ার জন্য রবিবার দুপুর পর্যন্ত ভোটের লাইন খোলা ছিল।

যদিও, এবার বেশিরভাগের দাবি ভিভিয়ান কিংবা করনবীর যেকোনও একজন পেতে পারেন ট্রফি। এই দুই তারকার ভক্তরা, প্রথম থেকেই সাপোর্ট করে আসছেন তাঁদের। এখন সবটাই রাতের অপেক্ষা। 

salman khan Bigg Boss
Advertisment