Samay Raina-Bharti Singh: সময় খারাপ যাচ্ছে সময় রায়নার, ভারতী ভয়ঙ্কর পরিস্থিতি আঁচ করেই বললেন, 'ওই ছেলেটার মুখের ভাষা খুব...'

Bharti singh defends Samay: ভারতী তাঁর বর হর্ষকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে। বেশ কিছু মজার ছলে অদ্ভুত মন্তব্য করতে তাকেও শোনা গিয়েছিল। কিন্তু কৌতুক অভিনেত্রী নাকি...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
bharti singh defends samay raina, Ranveer allhabadia

Samay Raina: কেন ভারতী তাঁকে নিয়ে এমন বললেন? Photograph: (file)

কৌতুক অভিনেতা সময় রায়না বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অতিথি রণবীর এলাহবাদিয়া তার ইউটিউব শো, ইন্ডিয়াস গট ল্যাটেন্টের একটি পর্বের সময় অনুপযুক্ত মন্তব্য করেছিলেন, যার ফলে ব্যাপক প্রতিক্রিয়া এবং একাধিক এফআইআর হয়েছে। এখন, কৌতুক অভিনেতা ভারতী সিংয়ের একটি পুরানো ভিডিও ভাইরাল হয়েছে। 

Advertisment

ভারতী তাঁর বর হর্ষকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে। বেশ কিছু মজার ছলে অদ্ভুত মন্তব্য করতে তাকেও শোনা গিয়েছিল। কিন্তু কৌতুক অভিনেত্রী নাকি সেদিন সময়কে নিয়ে বেশ কছু প্রশংসা করেছিলেন। এমনকি, তাঁকে নিয়ে এবং তাঁর আচরণ, জোরপূর্বক আদৌ তিনি কিছু বলান কিনা, সেই নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। ভিডিওতে, ভারতীকে সময়কে সমর্থন করতে শোনা গিয়েছে। 

ভারতী বলেন, "ওই শো-টা এমনই। তবে অন্যরা যা বলছে তা আপনাকে বলতে হবে এমন নয়। সময় আপনাকে কখনও বাধ্য করবে না কিছু বলতে বা মত প্রকাশ করতে। সে একজন ভাল ছেলে, খুব প্রতিভাবান। জেনারেল-জেড তাকে পছন্দ করে। আপনি যদি তার শোতে যান তবে আপনি একজন ভক্ত হয়ে যাবেন। মানুষ যদি তার ভাষা পছন্দ না করে, বা যদি ওর মুখের ভাষা খারাপ হয়, তাহলে মানুষ কেন তাকে দেখবে?" 

Advertisment

সময়ের এই শো-তে ডার্ক কমেডির নামে যে ধরণের মন্তব্য বা কথাবার্তা বলা হয়, এই নিয়ে আগেও নানা হাঙ্গামা হয়েছে। বিশেষ করে কুশা কপিলাকে প্রকাশ্য স্টেজে বসিয়ে গোল্ড ডিগার পর্যন্ত বলেছিলেন সময়। আর এবার, তাঁর শোয়ে উপস্থিত হয়ে রণবীর যে বাবা-মায়ের যৌন মিলন নিয়ে মন্তব্য, সেটাই যেন তাঁদের ডাউন ফলের অন্যতম কারণ। 

Bharti Singh Ranveer Allahabadia