'নিজেদের কী মনে করেন?', অমিতাভ-অভিষেককে ধমকেছিলেন ফারহা, কেন জানেন

Bollywood: বলিউডে নির্ভীক এবং স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত এই পরিচালক -কোরিওগ্রাফার। সোশ্যাল মাধ্যমের ব্যাঙ্গকে কোনওদিন গায়ে মাখেননি ফারহা খান।

Bollywood: বলিউডে নির্ভীক এবং স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত এই পরিচালক -কোরিওগ্রাফার। সোশ্যাল মাধ্যমের ব্যাঙ্গকে কোনওদিন গায়ে মাখেননি ফারহা খান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Farah Khan, Farah Khan tests Covid positive, Shilpa Shetty, bollywood, KBC, ফারহা খান, শিল্পা শেট্টি, কোভিড আক্রান্ত ফারহা খান, bengali news today

টিকার ২টি ডোজ নিয়েও কোভিড পজিটিভ ফারহা খান

Bollywood: শ্যুটিং কিংবা নৃত্য পরিচালনা, ফারহা খানের নির্দেশ পালনে একটু ভুলচুক হলেই বকুনি খান তাবড় বলিউড তারকারা। সেই তালিকায় নাম রয়েছে দীপিকা পাড়ুকোন- সহ জুনিয়র এবং সিনিয়র বচ্চনের। কৌন বনেগা ক্রোড়পতির এক পর্বে সেই প্রসঙ্গ তুলে ধরেন সঞ্চালক অমিতাভ বচ্চন। অনুষ্ঠানের এক পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন ফারাহ খান এবং দীপিকা পাড়ুকন। সেই পর্বেই অমিতাভ দীপিকাকে প্রশ্ন করেন, 'তুমি কোনও সময় শ্যুটিং চলাকালীন ফারহার বকুনি খেয়েছো?' দীপিকার জবাব ছিল, 'কোন সময় খাই না।'

Advertisment

যদিও সেই জবাবের তীব্র প্রতিবাদ করেন অভিনেত্রীর পাশে বসা ফারহা খান। কিন্তু বকুনি প্রসঙ্গেই নিজের এবং ছেলে অভিষেকের অভিজ্ঞতা সামনে আনেন বিগ-বি।

তিনি বলেন, 'ওই একটা গানে মাথা থেকে টুপি খুলে আবার মাথায় বসাতে হতো। কিন্তু বারবার করেও আমি এবং অভিষেক ঠিক ভাবে টুপি বসাতে পারছিলাম না। তখনই ফারহা চিৎকার করে বলে ওঠে এই ঠিক করে করো। নিজেদের কী মনে করো।'

Advertisment

বচ্চনের এই অভিযোগের বিরোধিতা করতে দেখা যায় ফারহা খানকে। তিনি বলেন, 'ওটা আমি অভিষেককে বলছিলাম।' পাল্টা বিগ বি বলেন, 'কিন্তু ওর টুপি ঠিক করে মাথায় বসছিল।' তখন ফারহা পাল্টা বলেন, 'এবার তাহলে বুঝতে পারছেন?'

বলিউডে নির্ভীক এবং স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত এই পরিচালক -কোরিওগ্রাফার। সোশ্যাল মাধ্যমের ব্যাঙ্গকে কোনওদিন গায়ে মাখেননি ফারহা খান। উল্টে পাল্টা দিয়েছেন নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় তাকে মোটা বলে খোঁচা দেওয়া শুরু হয়। তার জবাবে আরবাজ খানের অনুষ্ঠানে ফারহা বলেছিলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে দেখান। তারপর বুঝবো।'

Read in English

amitabh bachchan deepika padukone Farha Khan kaun banega crorepati