Shah Rukh Khan On Shah Rukh Khan: কেরিয়ার যখন মধ্যগগনে তখনই পৃথিবীর মায়া ত্যাগ করেন নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতী। বয়স ২০ বছর হওয়ার আগেই ২০ টি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে ফেলেছিলেন। সেই যুগের অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন দিব্যা ভারতী। কিন্তু, ১৯৯৩ সালের ৫ এপ্রিল বলিউডের প্রাক্তন ডিভা দিব্যার মৃত্যু খবর শোরগোল ফেলে দিয়েছিল বিটাউনে। ১৯ বছর বয়সে এমন এক উঠতি প্রতিভার অকাল প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন সহ অভিনেতা শাহরুখ খান। ১৯৯২ সালে দিওয়ানা ছবিতে দিব্যা ভারতীর বিপরীতে বলিউডে আত্নপ্রকাশ করেন কিং খান। সাম্প্রতিক অতীতে NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যার প্রতিভা, সৌন্দর্য, অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শাহরুখ।
তিনি বলেছিলেন, 'অভিনেত্রী হিসেবে অসাধারণ ছিলেন। ওঁর প্রতি আমার যে ধারণা ছিল তার থেকেও ভাল। আমি তো গম্ভীর প্রকৃতির। কিন্তু, দিব্যা ছিলেন খুবই হাসিখুশি মজার মানুষ। আমার মনে আছে মুম্বইয়ের সমুদ্রের পাড়ে দিব্যার সঙ্গে প্রথম দেখা। আমার দিকে তাকিয়ে বলেছিলেন, আপনি শুধু একজন অভিনেতা নন, একটা ইন্সটিটিউশন। ওই কথাটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। ওটা আমার অনেক বড় প্রাপ্তি।' দিব্যার মৃত্যু গভীর প্রভাব ফেলেছিল শাহরুখের মনে। স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, 'আমি ওঁর আত্মার শান্তি কামনা করি। দিল্লিতে আমি ঘুমাচ্ছিলাম। তখন সেখানে আমার সিনেমার Aisi Deewangi গানটা বাজছিল। মনে হচ্ছিল আমি অনেক বড় স্টার হয়ে গিয়েছি। পরদিন সকালে ঘুম থেকে শুনলাম দিব্যা আর নেই। জানালা থেকে পড়ে মৃত্যু হয়েছে। শুনে আমি প্রথমে বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল। ওঁর সঙ্গে আরও সিনেমা করতে চেয়েছিলাম।'
১৯৯০ সালে তামিল সিনেমা Nila Penne দিয়ে অভিনয়ে হাতখড়ি। এরপর Bobbili Raja,Rowdy Alludu,Assembly Rowdy-র মতো ছবিতে দিব্যা ভারতীর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। ১৯৯১-এ ,সানি দেওলের Vishwatma ছবি দিয়ে বলিউডে অভিষেক দিব্যা ভারতীর। এরপর সুনীল শেট্টির Balwaan, গোবিন্দার সঙ্গে Shola aur Shabnam, জ্যাকি শ্রফের সঙ্গে Dil Hi to Hai-তে দিব্যার অভিনয় আজও ভোলেনি দর্শক। পরের বছর অর্থাৎ ১৯৯২-তে ১২টি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে ছিল শাহরুখের দুটো ছবি Deewana,Dil Aashna Hai।