Shah Rukh Khan: এই অভিনেত্রীর যমজ ভাই হয়েছিলেন শাহরুখ! পরে আফসোসের শেষ ছিল না কিং খানের?

Shah Rukh Khan: বছর কয়েক পরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খান হাসতে হাসতেই জানিয়েছিলেন, তাঁর অন্যতম বড় আফসোস হলো- "বিশ্বের সবচেয়ে সুন্দরী..."

Shah Rukh Khan: বছর কয়েক পরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খান হাসতে হাসতেই জানিয়েছিলেন, তাঁর অন্যতম বড় আফসোস হলো- "বিশ্বের সবচেয়ে সুন্দরী..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srk

কে সেই অভিনেত্রী...

Shah Rukh Khab Birthday: ভারতীয় সিনেমার অন্যতম সুশ্রী ও প্রতিভাবান অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন- আজ তিনি আরও এক বছর অতিক্রম করেছেন। সৌন্দর্য, আভিজাত্য ও অভিনয়ের মুন্সিয়ানায় তিনি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন। বড় পর্দায় তিনি অসংখ্য শীর্ষ তারকার সঙ্গে কাজ করেছেন, তবে শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি যে এক অনন্য জাদু তৈরি করেছিল, তা ভক্তদের কাছে আজও অমলিন। বিশেষত দেবদাস–এ তাঁদের রসায়ন আজও দারুণ জনপ্রিয়।

Advertisment

তবে অনেকেই ভুলে যান, দেবদাস–এর সেই সুন্দর জুটির আগেও এই দুই তারকা এক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন- কিন্তু সেখানে তাঁদের সম্পর্ক ছিল সম্পূর্ণ ভিন্ন। বলিউডি রোমান্স নয়, বরং ওই ছবিতে তাঁরা ছিলেন জমজ ভাইবোন!

SRK birthday 2025 Unknown facts: শাহরুখের ভক্ত? রইল আপনার জন্য কিং খানের এই অজানা তথ্য যা আর কেউ জানেনা

Advertisment

২০০০ সালে মুক্তি পেয়েছিল মনসুর খানের পরিচালিত জোশ। গোয়ার রঙিন প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন-ড্রামায় শাহরুখ অভিনয় করেছিলেন ‘ঈগল’ গ্যাংয়ের সাহসী নেতা ম্যাক্সের চরিত্রে, আর ঐশ্বর্যা ছিলেন তার প্রাণপ্রিয় ও উচ্ছল বোন শার্লি। ছবিতে তাঁদের স্নেহভরা সম্পর্ক দর্শকদের মনে দাগ কেটেছিল। তবে তখনই সকলের নজর কেড়েছিল অদ্ভুত কাস্টিং- বলিউডের দুই আকর্ষণীয় তারকা, অথচ রোমান্টিক জুটি নয়, জমজ ভাইবোন! অনেক দর্শকই ভাবছিলেন, এঁদের মধ্যে প্রেমের গল্প দেখালে কেমন হতো।

SRK Birthday: রোম্যান্টিক কিংয়ের রোম্যান্সের হাতছানি! জন্মদিনের আগে শাহরুখের এই ৭টি প্রেমের গান শুনলে হয়ে যাবেন জিয়া নস্ট্যাল

বছর কয়েক পরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ খান হাসতে হাসতেই জানিয়েছিলেন, তাঁর অন্যতম বড় আফসোস হলো- "বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলার সঙ্গে প্রথমবার একই ছবিতে কাজ করলাম, আর সেখানে ওর ভাই হলাম!" শাহরুখ মজা করে আরও বলেন, অনেকেই নাকি তাঁকে বলেছিলেন, তাঁরা দেখতে নাকি একদম জমজের মতো। আর সেখানেই নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি যোগ করেন- যদি ঐশ্বর্যা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হন, আর তিনি তাঁর যমজ হন, তাহলে তিনিও নিশ্চয়ই বেশ সুদর্শন!

Entertainment News Today Shah Rukh khan