scorecardresearch

পরীক্ষায় ‘টুকলি’! হাতেনাতে শিক্ষকের কাছে ধরা পড়েন শ্রদ্ধা কাপুর.. তারপর?

কী হাল হল সেদিন অভিনেত্রীর সঙ্গে?

Shraddha Kapoor, Shraddha Kapoor news, Shraddha Kapoor film, Ranbir Kapoor Shraddha Kapoor, Bollywood news, শ্রদ্ধা কাপুর, রণবীর কাপুর, বলিউডের খবর
শ্রদ্ধা কাপুর

শক্তি কাপুরের মেয়ে। বাবা তখন বলিউডের জনপ্রিয় অভিনেতা। মধ্যগগনে কেরিয়ার। তাঁর মেয়েই কিনা পরীক্ষার হলে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন শিক্ষকের কাছে। কী কাণ্ড! তারপর কী হাল হয়েছিল শ্রদ্ধা কাপুরের? নিজমুখেই সেকথা ফাঁস করলেন অভিনেত্রী।

শ্রদ্ধা জানালেন, টুকলি করা নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে ধরা পড়বেন না। কিন্তু ওই.. রাখে হরি তো মারে কে-র উলট-পুরণ হয়ে গেল। পরীক্ষার হলে যেই কিনা টুকলির কাগজ বের করেছেন। অমনি কেস খেতে হল শ্রদ্ধাকে। সেদিনের কথা মনে করলে আজও যেমন লজ্জা পান অভিনেত্রী তেমনই হেসে গড়িয়েও যান।

অভিনেত্রীর কথায়, “জীবনে আমরা সকলেই পরীক্ষার হলে কখনও না কখনও নকল করেছি। আমিও করেছিলাম। পরীক্ষার আগে এত্তটাই হতাশ হয়েছিলাম যে, পোশাকের ভিতরে উত্তর লিখে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, আহা কী দারুণ আইডিয়া। কেউ ধরতে পারবে না আমাকে। পরীক্ষার সময়ে প্রশ্নটা দেখেই যখন পোশাকের ভাঁজে উঁকি-ঝুকি মেরে উত্তরটা দেখছি। ওমা দেখি, শিক্ষক আমার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন।” তারপর?

[আরও পড়ুন: ‘করণের জন্যই মান সম্মান ডুবেছে…’, বোন করিনার সামনেই স্বীকার করলেন রণবীর!]

শ্রদ্ধা বললেন, “আমার বুঝতেই কিছুটা সময় লেগে গিয়েছিল যে, কী মারাত্মক সমস্যা আমি ডেকে এনেছি। আমার ভাবখানা তখন, আরে আমি তো জানিই যে আমি ভাল মার্কস পাব!… আর শিক্ষক তো পাশে দাঁড়িয়েই চিৎকার করলেন- শ্রদ্ধা…! শেষমেশ আমি ধরা পড়ে যাই। তাই ভাবি আমি যে কী খারাপ মিথ্যুক!” সম্প্রতি, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রচারে এসেই অতীতের সেই গোপন কথা ফাঁস করলেন শ্রদ্ধা কাপুর।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: When shraddha kapoor was caught cheating during an exam