বন্ধুত্ব, ভাঙন, রহস্যের মিশেল! টানটান উত্তেজনা নিয়ে জি ফাইভের নতুন সিরিজ 'মাফিয়া'

মাফিয়া আসলে কলেজ জীবনের ছয় অভিন্ন হ্রদয় বন্ধুর গল্প। কীভাবে তাঁরা সম্পূর্ণ অচেনা হয়ে গেল, সেই গল্প।

মাফিয়া আসলে কলেজ জীবনের ছয় অভিন্ন হ্রদয় বন্ধুর গল্প। কীভাবে তাঁরা সম্পূর্ণ অচেনা হয়ে গেল, সেই গল্প।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউন  দেখতে দেখতে পালটে দিয়েছে কলকাতার মেজাজটাই। আনলক পর্বেও তিলোত্তমা ফিরছে না পুরোন মেজাজে। তবে একটা মেজাজ অবশ্য অটুট রয়েছে। ফ্রাইডে নাইটের মেজাজ। বড়ো পর্দায় ছবি মুক্তি হচ্ছে না তো কী? দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছে শহরবাসী। আর বাঙালির সর্বকালের ফেবারিট হলো রহস্য রোমাঞ্চ সিরিজ। তাই কাজ থেকে বাড়ি ফিরেই তৈরি রাখুন চিপ্স, পপকর্ন। আজই জি ফাইভে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ মাফিয়া।

Advertisment

টলিউডের অনেক চেনা মুখ দেখা যাবে মাফিয়াতে। অনিন্দিতা বোস, রিদ্ধিমা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। মাফিয়া প্রযোজনায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনায় বিরসা দাসগুপ্ত। একে সাইকোলজিকাল থ্রিলারই বলা যায়।

মাফিয়া আসলে কলেজ জীবনের ছয় অভিন্ন হ্রদয় বন্ধুর গল্প। কীভাবে তাঁরা সম্পূর্ণ অচেনা হয়ে গেল, সেই গল্প। সিরিজের এক একটি পর্বে রয়েছে তানটান উত্তেজনা। বন্ধুত্ব আর সম্পর্ক নিয়ে নতুন একটা আঙ্গিক তুলে ধরেছে মাফিয়া।

একই সঙ্গে হিন্দি, বাংলা, তামিল, তেলুগুতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ মাফিয়া।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন