Advertisment

'জলসা'-র সেরা পাঁচে কারা, রইল এই সপ্তাহের সেরা দশ তালিকা

Bengali Television, TRP: এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকায় খুব বেশি রদবদল নেই তবে বেশ কিছু ধারাবাহিকের রেটিং বেড়েছে। এছাড়া বেড়েছে 'স্টার জলসা' চ্য়ানেলের জিআরপি-ও।

author-image
IE Bangla Web Desk
New Update
Which are the top ten serials of Star Jalsha

বিজয়িনী ধারাবাহিকে স্বস্তিকা দত্ত ও অঞ্জনা বসু। ছবি: স্বস্তিকার ফেসবুক পেজ থেকে

Bengali Television, TRP: এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি সেরা তালিকাতে খুব বেশি রদবদল ঘটেনি। বিশেষ করে সেরা পাঁচে রয়েছে আগের সপ্তাহের সেরা পাঁচের ধারাবাহিকগুলিই। শীর্ষস্থানে রয়েছে 'কৃষ্ণকলি' (১০.৯), দ্বিতীয় স্থানে রয়েছে 'করুণাময়ী রাণী রাসমণি' (৯.৭), তৃতীয় স্থানে রয়েছে 'জয় বাবা লোকনাথ' (৮.৯), চতুর্থ স্থানে রয়েছে 'ত্রিনয়নী' (৭.৯) ও পঞ্চম স্থানে রয়েছে 'নকশিকাঁথা' (৭.৬)।

Advertisment

এই তালিকাটি তৈরি হয়, সব চ্য়ানেলের সবক'টি স্লট মিলিয়ে। যেহেতু এই মুহূর্তে জি বাংলা-র জিআরপি এবং তার বেশিরভাগ ধারাবাহিকের টিআরপি বেশি তাই সামগ্রিকভাবে সেরা দশ তালিকায় স্টার জলসা-র ধারাবাহিকের তুলনায় জি বাংলা-র ধারাবাহিকের সংখ্যাই বেশি। কিন্তু ওই রেটিং তালিকা অনুযায়ীই যদি শুধু 'স্টার জলসা'-র ধারাবাহিকের রেটিং ধরা হয়, তবে ওই চ্য়ানেলের সেরা পাঁচ তালিকাটি এই রকম--

প্রথম-- 'কে আপন কে পর' ও 'দেবী চৌধুরাণী' (৫.১)

দ্বিতীয়-- 'ফাগুন বউ' (৪.৮)

তৃতীয়-- 'মহাপীঠ তারাপীঠ' (৪.৫)

চতুর্থ-- 'ইরাবতীর চুপকথা' (৩.৭)

পঞ্চম-- 'বিজয়িনী' (৩.৪)

এর মধ্য়ে 'মহাপীঠ তারাপীঠ' ও 'বিজয়িনী' ছাড়া বাকি সব ধারাবাহিকগুলিই বেশ অনেকদিন ধরেই সম্প্রচার হচ্ছে। তাই শুধু স্টার জলসা-র সাপেক্ষে বলা যায় যে নতুন এই দুই ধারাবাহিক অল্প সময়ের মধ্য়েই ভাল টিআরপি দিতে সক্ষম হয়েছে।

Krishnakoli এখনও টিআরপি সেরা 'কৃষ্ণকলি'। ছবি: ফ্যানপেজ থেকে

আরও পড়ুন: বকেয়া টাকা কবে পাবেন শিল্পীরা! কী বললেন প্রসেনজিৎ?

এই মাসে স্টার জলসা-তে শুরু হতে চলেছে তিনটি নতুন ধারাবাহিক-- 'শ্রীময়ী', 'সাঁঝের বাতি' ও 'কলের বউ'। অর্থাৎ আর একমাসের মধ্যেই টিআরপি তালিকায় উল্লেখযোগ্য রদবদল ঘটতে পারে। এছাড়া স্টার জলসা-র বেশ কিছু স্লটের অদলবদলও হতে পারে। তবে ১৫+ আরবান টিআরপি তালিকাতে জি বাংলা-র রমরমা এখনও অব্যাহত এবং আগামী বেশ কয়েক সপ্তাহ তাই থাকবে বলেই ধারণা। এই সপ্তাহেও তালিকায় মাত্র দু'টি ধারাবাহিক রয়েছে স্টার জলসা-র এবং বাকি সব ধারাবাহিকই জি বাংলা-র। স্টার জলসা-র জিআরপি এই মাসে বেড়ে হয়েছে ৩৯৫ ও জি বাংলা-র জিআরপি দাঁড়িয়েছে ৭৩০।

আরও পড়ুন: জানেন, দূরদর্শনের টেলিছবিতে অভিনয় করেছিলেন মান্না দে?

এই সপ্তাহের ১৫+ আরবান টিআরপি তালিকা অনুযায়ী সেরা দশের বাকি ধারবাহিক ও তার রেটিং রইল নীচে--

ষষ্ঠ-- 'বকুলকথা' (৬.৯)

সপ্তম-- 'জয়ী' ও 'নেতাজি' (৫.৯)

অষ্টম-- 'রানু পেল লটারি' (৫.৭)

নবম-- 'ভানুমতীর খেল' (৫.৩)

দশম-- 'কে আপন কে পর' ও 'দেবী চৌধুরাণী' (৫.১)

টেলিপাড়া, টলিপাড়া ও বলিউডের আরও খবর পড়তে ক্লিক করুন

Bengali Serial Bengali Television TRP
Advertisment