Mathira Mohammad Lecked Video: একটু সাহসী অভিনেত্রী হলেই তাঁর গায়ে বাব পিঠে হাত রেখে ছবি তোলা যায়? বোল্ড ফটোশুটের ছবি বিকৃত করে ইমেজ নষ্ট করা যায়? নিশ্চয়ই না। বোল্ড পার্সোনালিটি হওয়া সত্ত্বেও অনেকেই এসব থেকে নিজেকে দূরে রাখেন। জনপ্রিয় পাক মডেল-গায়িকা-অভিনেত্রীর সঙ্গে ঠিক এই ঘটনাগুলোই ঘটেছে সাম্প্রতিক অতীতে। কে সেই মডেল-অভিনেত্রী? তিনি মাথিরা মহম্মদ, দর্শকের দরবারে তিনি মাথিরা নামেই বেশি জনপ্রিয়। একাধারে একজন পাক মডেল, গায়িকা ও অভিনেত্রী। পাক টেলিভিশনের একাধিক শোয়ের সঞ্চালক, বেশ কিছু মিউজিক ভিডিও-তেও কাজ করেছেন। 'ম্যায় হু শাহিদ আফ্রিদি' ও 'ইয়ং মালাং' এই দুটি ডান্স নম্বরে ঝড় তুলেছিলেন মাথিরা।
পঞ্জাবি গায়ক ফারান জে মির্জার সঙ্গে ২০১২-সালে নতুন জীবন শুরু করেন মাথিরা। ২০১৪-এ মা হন মাথিরা। ২০১৮ সালে আলাদা হয়ে যায় দুজনের পথ। গত বছর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পাক মডেল ও অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও (প্রাইভেট ভিডিও)। মাথিরার দাবি, তাঁর ছবি বিকৃত করা হয়েছে। সম্প্রতি এক গায়কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও এনেছেন মডেল ও অভিনেত্রী। এক্স হ্যান্ডেলে মাথিরা মহম্মদ ক্ষোভ উগরে দিয়ে লিখেছিলেন, 'আমার নামের অপব্যবহার করা হচ্ছে। আমার ফটোশুটের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইরকম ঘৃণ্য কাজের জন্য লজ্জা পাওয়া উচিত! এগুলো থেকে নিজেদের দূরে রাখুন।'
সম্প্রতি নিজের টক শো (The 21mm Show)-এ Bado Badi-এর গায়ক চাহাত ফতে আলি খানের বিরুদ্ধে তাঁকে হেনস্থার অভিযোগ করেছেন। তাঁর কথায়, 'একজন মহিলা হিসেবে আমি খুবই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। কারন আমি কাউকে জড়িয়ে ধরতে স্বচ্ছন্দ নই।' মাথিরা মহম্মদ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, 'আমার অনুমতি ছাড়া কেন এভাবে ক্যামেরার সামনে পোজ দেবে? আমি তো সেটাই বুঝতে পারছি না।' সাহসী ব্যক্তিত্বের মাথিরা মহম্মদের চরিত্রের ইউএসপি।
নিজের ইমেজকে সামনে রেখেই পাক মডেল-অভিনেত্রীর দাবি, 'আমি খুব বিরক্ত হয়েছিলাম। আমার একটা বোল্ড পার্সোনালিটি আছে মানেই যে কেউ আমাকে জড়িয়ে ধরতে পারে এমনটা মোটেই নয়। আর ইচ্ছে হলেই পিছনে হাত রেখে ছবিও তোলা যায় না। আমার মনে হয় না, সুস্থ মস্তিষ্কের কোনও ব্যক্তি এমন কাজ করতে পারে।' পাক মডেল-অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় মারাত্মক সক্রিয়।
তাঁর ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলে দেখা যায়, নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন। বোল্ড আন্দাজে ফটোশুটে আগুন ধরায় সোশ্যাল মিডিয়ায়। ২০১৩-এ বলিউডে অভিষেক হয় পাক মডেল-গায়িকা-অভিনেত্রী মাথিরা মহম্মদের। তাঁর বাবা দক্ষিণ আফ্রিকার ও মা পাকিস্তানি। পড়াশোনা জিম্বাবোওয়েতে। পরে পরিবারের সঙ্গে পাকাপাকিভাবে পাকিস্তানে থাকেন মাথিরা।