Advertisment
Presenting Partner
Desktop GIF

sreeleela pushpa 2: ২০২১-এ MBBS-এর ফাইনাল পরীক্ষা, পুষ্পা ২-র আইটেম ডান্সার শ্রীলীলা কে?

sreeleela pushpa 2: MBBS-এর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন। দুজন বিশেষভাবে সক্ষম শিশুকে দত্তক নিয়েছেন। পুষ্পা ২-এর আইটেম নম্বরের শ্রীলীলা কে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পুষ্পা ২-র আইটেম ডান্সার শ্রীলীলা কে?

পুষ্পা ২-র আইটেম ডান্সার শ্রীলীলা কে?

sreeleela pushpa 2: সালটা ছিল ২০২১। সেই বছর মুক্তি পেয়েছল বক্স অফিস কাঁপানো মুভি পুষ্পা দ্য রাইজ। দুর্দান্ত সাফল্যের পর এবার মুক্তির অপেক্ষায় পুষ্পার দ্বিতীয় ভাগ, পুষ্পা দ্য রুল। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। মারকটারি অ্যাকশন মুখর ছবি পুষ্পার পরবর্তী ভাগ নিয়ে উত্তেজিত আপামর সিনেপ্রেমী। পুষ্পা দ্য রাইজ-এর আইটেম গানে সামান্থা ম্যাজিকে শিহরিত হয়েছিল হলে উপস্থিত দর্শক। এবার পুষ্পা দ্য রুলের আইটেম নম্বরে ঝড় তুলবেন শ্রীলীলা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুষ্পা ২-এর ডান্স নাম্বার শ্রীলীলার পোস্টার। ইন্দো-আমেরিকান অভিনেত্রী শ্রীলীলার অদা দর্শককে কতটা বিনোদন দেবে তা তো সময়ই বলবে। সামান্থার পরিবর্তে কে এই শ্রীলীলা তা জানতে আগ্রহী আমজনতা। তাহলে জেনে নেওয়া যাক, কে এই অভিনেত্রী?

Advertisment

ইন্দো-আমেকরিকান অভিনেত্রী শ্রীলীলার জন্ম ২০০১-এর ১৪ জুন।  কেরিয়ার শুরু করেন ২০১৯-এ। কন্নড় ও তেলুগু ছবিতে কাজ করেছেন। বেঙ্গালুরুতেই ছোট থেকে বড় হয়েছেন শ্রীলীলা। তঁর মা স্বর্ণলতা ওই শহরেরই একজন বিশিষ্ট গায়নোকোলজিস্ট।

বিবাহবিচ্ছেদের পর জন্ম হয় শ্রীলীলার। ছোট থেকেই ভরতনাট্যমের প্রশিক্ষণ নিতেন তিনি। মায়ের মতো তিনিও চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ২০২১-এ MBBS-এর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন। ২০২২-এর ফেব্রুয়ারিতে বিশেষভাবে সক্ষম দুটি শিশুকে দত্তক নেন। 

এই মুহূর্তে পুষ্পার আইটেম গানে শ্রীলীলার পোস্টার দাবানলের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে শ্রীলীলা একটি পোস্টে নিজের লুক শেয়ার করেছিলেন। মুহূর্তের মধ্যে তা হয়ে ওঠে বিনোদনের হট কেক।  তাঁর লুকের লুকের তারিফ করেছেন নেটপাড়ার সদস্যরা।

প্রসঙ্গত, হিন্দুস্থান টাইমস তেলুগুর রিপোর্ট মোতাবেক, পুষ্পা ২-এর আইটেম গানের জন্য বলি ডিভা শ্রদ্ধা কাপুর, তৃপ্তি দিমরি ও দিশা পাটানির কথা ভাবা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত চূড়ান্ত করা হয় গ্ল্যাম ডল শ্রীলীলাকে। সমান্থার জলওয়াকে শ্রীলীলা ছাপিয়ে যেতে পারবেন? উত্তর মিলবে ৫ ডিসেম্বর। 

pushpa pushpa the rise bollywood movie bollywood actress
Advertisment