/indian-express-bangla/media/media_files/2025/05/11/fgW5cpJOm1tC9Ko4EzPs.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/05/11/ghmghj-534510.jpg)
মাতৃদিবসে মায়ের অভাব
আজ তিনি টলিউডের একজন সুপারস্টার। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও তাঁর জুড়ি মেলা ভার। শুধু একজন অভিনেতাই নন, একইসঙ্গে পরিচালকও বটে। সাফল্যের সিঁড়ি বেয়ে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন। আর সেই প্রতিটি বাঁকে মায়ের অভাব প্রতি মুহূর্তে অনুভব করেন। ১১ মে মাতৃদিবসে মায়ের সঙ্গে ছেলেবেলার ছবি শেয়ার করলেন। চিনতে পারছেন এই অভিনেতাকে?
/indian-express-bangla/media/media_files/2025/05/11/rhthth-295275.jpg)
আবেগপ্রবণ পোস্ট
মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মাতৃহারা অভিনেতা লিখেছেন, 'আমার জীবনের সবটা জুড়েই তুমি আছো মা, আগের মতোই। আমার শিক্ষা, রুচি, মনন এমনকি আমার অস্তিত্বই অসম্পূর্ণ তোমাকে ছাড়া। ভাল থেকো তুমি, যেখানেই আছো৷ হ্যাপি মাদার্স ডে মা।'
/indian-express-bangla/media/media_files/2025/05/01/E74DlZLmtZ1KhFPwxBnk.jpg)
ছোট্ট ছেলেটি কে?
একটু ভাল করে খেয়াল করলে বুঝতে পারবেন মায়ের সঙ্গে এই ছোট্ট ছেলেটি বড় পর্দার আনন্দ কর ওরফে পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ, তিনিই মাদার্স ডে-তে মায়ের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে মাদার্স ডে উদযাপন করছেন।
/indian-express-bangla/media/media_files/2025/04/28/Xzexs9WY2yyjQ3UrMvqw.jpg)
মায়ের জন্মদিনে...
২৯ এপ্রিল ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের মায়ের জন্মদিন। সেই বিশেষ দিনটিতেও মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, 'দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, আমার একা হয়ে যাওয়ার দিন৷ যেখানেই থাকো, ভাল থেকো মা...'।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/parambrata.jpg)
অভিনয় টু পরিচালনা
অভিনয় থেকে পরিচালনা, দু'দিকেই একেবারে সিদ্ধহস্ত। পরমব্রত অভিনীত লেটেস্ট মুভি কিলবালি সোসাইটি। অন্যদিকে তাঁর নির্দেশনায় মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ভোগ। তার কিছুদিন আগেই পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার ছবিটিও দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/02/15/W9cBBKlXkOvKJ0D2VAy8.jpg)
বাবা হওয়ার অপেক্ষায়
আগামী জুনেই বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার আগে জোরকদমে হাতের কাজ শেষ করছেন। মুম্বইয়ে আগামী সিনেমার শুটিং থেকে ডাবিং সব কাজ গুটিয়ে নিয়েছেন। একন শুধু দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় দিন গুনছেন অভিনেতা।