/indian-express-bangla/media/media_files/2025/05/10/pixSKPXfcswsmdEEyv8u.jpg)
কোন অভিনেত্রীর বাবা?
/indian-express-bangla/media/media_files/2025/05/10/yf4mQvyPw5BfFS41OPlb.jpg)
অবসরপ্রাপ্ত কর্নেল বাবার সঙ্গে মেয়েটি কে?
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বলিউড সেলেবরা প্রত্যেকেই নিজেদের মত পোষণ করছেন। রিয়া চক্রবর্তীর মতো তারকারা যাঁরা সেনা-কন্যা তাঁরা সেনাদের প্রতি সম্মান জানিয়ে আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন। অন্যদিকে বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী যাঁর বাবাও প্রাক্তন কর্নেল। কার্গিল থেকে অপারেশন ব্লুস্টারের যোদ্ধা। তাঁর মেয়ে আজকের বলিউডের একজন সফল অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/05/10/TJcZlxK9WtMEvv8RFjnr.jpg)
সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
ভারত-পাক সীমান্তে যখন পরিস্থিতি উত্তেজিত তখন সোশ্যাল মিডিয়ায় সেনাদের কুর্নিশ জানালেন অভিনেত্রী। বর্তমান পরিস্থিতিতে সেনাদের ভূমিকাকে স্যালুট করেছেন। তাঁদের পরিবারের প্রতিও ভালবাসা-সম্মান প্রদর্শন করেছেন। কিন্তু, কে এই অভিনেত্রী।
/indian-express-bangla/media/media_files/2025/05/10/pTybuv9F7TlxrPO8kjfH.jpg)
অজয় কুমার শর্মা-কন্যা
হ্যাঁ, তিনি প্রাক্তন কর্নেল অজয় কুমার শর্মার মেয়ে অনুষ্কা শর্মা। বর্তমানে তিনি বিরাট কোহলির স্ত্রী। প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই নিজেকে একপ্রকার অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন। দ্বিতীয় সন্তানেরও মা হয়েছেন তিনি। স্বামী ও ওক পুত্র-কন্যা সন্তান নিয়ে আপাতত বিদেশেই সংসার গুছিয়েছেন বিরাট ঘরনি।
/indian-express-bangla/media/media_files/JfcxQgVjtubGhcsdmX2e.jpg)
অনুষ্কার বাবা কে?
অনুষ্কার বাবা প্রাক্তন কর্নেল অজয় কুমার শর্মা ১৯৮২-থেকে প্রতিটি যুদ্ধের যোদ্ধা। কার্গিল থেকে শুরু করে অপারেশন ব্লুস্টারে ছিলেন তিনি। ২০১২ সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন, 'কার্গিল শব্দটা খুব ভারী। আমি তখন খুবই ছোট। কিন্তু, মাকে দেখে ভয় পেতাম। মা সারাদিন টিভি চ্যানেলের সামনে বসে থাকতেন। কোন দুঃসংবাদ পেলেই মন খারাপ হয়ে যেত।'
/indian-express-bangla/media/media_files/2025/05/04/qWopUawqKZ0VyQQaQ0OG.jpg)
অনুষ্কার পোস্টে বিরাটের প্রতিক্রিয়া
স্ত্রী অনুষ্কা শর্মার পোস্টে বিরাট করজোড়ের ইমোজি দিয়ে লিখেছেন, জয় হিন্দ। এছাড়াও বলিউড সেলেবের একাংশ অনুষ্কার পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/04/14/XOCN0PDkNFJVNyOl4GgQ.jpg)
বিরুষ্কার মনোমালিন্য?
অবনীত কৌরের ছবিতে হার্ট ইমোজি দিয়েছিলেন বিরাট। তারপরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। একটি ভিডিও-ও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে বিরাটের হাত ছাড়িয়ে নিচ্ছেন অনুষ্কা। সম্পর্কে মনোমালিন্যের গুঞ্জনও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু. সেটা যে শুধুই গুজব তা প্রমাণ করে দিল অনুষ্কার পোস্টে বিরাটের কমেন্ট।