Advertisment
Presenting Partner
Desktop GIF

ধোনির কান্না দেখে কেঁদে ফেললেন এই নায়ক

ধোনির আউট হওয়ার সময় ভারতের সামনে জয়ের সমীকরণ ছিল সহজই। তারপরেই হতাশার ঢেউ একশো কুড়ি কোটির দেশে। আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা অঙ্কুশ।

author-image
IE Bangla Web Desk
New Update
dhoni crying

আউট হয়েই কাঁদলেন ধোনি (ফেসবুক)

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হেরে গিয়েছে ভারত। দেশবাসীর প্রত্যাশা রাখতে পারেননি ধোনি। আসলে গতকাল ধোনি-র আউটই শেষমেষ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তীরে এসে তরি ডুবল, রান আউট হলেন ধোনি। আউট হওয়ার সময় ভারতের সামনে জয়ের সমীকরণ ছিল সহজই। তারপরেই হতাশার ঢেউ একশো কুড়ি কোটির দেশে। আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা অঙ্কুশ। ধোনির কান্না দেখে কেঁদেই ফেললেন নায়ক।

Advertisment

গতকালের ম্যাচে বাইশ গজ থেকে বিদায় নেওয়ার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি ধোনি। হাতের গ্লাভস খুলতে খুলতেই কান্নায় গলা জড়িয়ে এসেছিল তাঁর। তিনি জানেন মাঠে আবেগ কাজ করেনা। এদিকে পুরো দেশের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। বাদ ছিলেন না টলিপাড়াও। অঙ্কুশও যে ক্রিকেট ফ্যান একথা প্রায় তাঁর চারপাশের প্রত্যেকের জানা।

ankush ধোনির কান্নায় দেখে নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি অভিনেতা।

আরও পড়ুন, আউট হয়ে কেঁদে ভাসালেন ধোনি! হৃদয় ভাঙল একশো কোটির, রইল ভিডিও

ধবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টপ অর্ডারের ব্যর্থতার পর ধোনি আর রবীন্দ্র জাদেজাই ম্যাচের হাল ধরেছিলেন। সপ্তম উইকেট পার্টনারশিপে ১১৬ রান তোলেন তাঁরা। স্কোরবোর্ডে তাঁর সংযমী হাফ-সেঞ্চুরি ওঠার পরেই ধোনি রানআউট হয়ে ফিরে যান। কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসনও বলেছেন, এটাই তাঁদের জন্য ম্যাচের টার্নিং পয়েন্ট।

ম্যাচে হার। ধোনির কান্নায় নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না অঙ্কুশ।ম্যাচে হেরে যাওয়ার পর অঙ্কুশও দুঃখ পেয়েছেন স্বাভাবিক। তিনিও কেঁদে ফেললেন। শুধু কাঁদলেন তাইই নয়, সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন তিনি। লিখেছেন, ''উই লস্ট''।

tollywood Cricket World Cup
Advertisment