Alia Bhatt Vs Kareena kapoor Look: বিটাউনে এখন বিয়ের মরশুম। আদার জৈন ও আলেখা আডবাণীর ওয়েডিং পার্টিতে তারকার চাঁদের হাট। ২১ ফেব্রুয়ারি হিন্দু মতে সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন নবদম্পতি। সইফ-করিনা থেকে রণবীর-আলিয়া, অনন্যা পাণ্ডে, করণ জোহর, বনি কাপুর-খুশি কাপুর, নীতু কাপুর, অনিল আম্বানি, অগস্ত্য নন্দা, গৌরী খান-সুহানা, নিখিল নন্দা, কুনাল কাপুর সহ কিংবদন্তী অভিনেত্রী রেখাও এসেছিলেন আদার-আলেখার বিয়ের অনুষ্ঠানে। ওয়েডিং পার্টিতে করিনার ট্রাডিশনাল লুক থেকে রেখার জমকালো সাজের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কিন্তু, আলিয়ার সাদামাটা লুক মোটেই ভাল লাগেনি নেটনাগরিকদের। বিশেষ করে রণবীর ঘরণীর হেয়ার স্টাইল।
আদার-আলেখার ওয়েডিং পার্টিতে সকলের বেশ গর্জাস সাজই ক্যামেরাবন্দি করেছেন সেলেব পাপারাৎজ্জিৎরা। গৌরী থেকে সুহানা, খুশি কাপুর থেকে নীতু কাপুর, অনন্যা পাণ্ডে প্রত্যেকের লুকের তারিফ করেছে নেটিজেনরা। কিন্তু, আলিয়ার ভক্তদের বক্তব্য, বিয়েবাড়িতে এক হালকা সাজ মোটেই ভাল লাগে না। সোশ্যাল মিডিয়ায় কমেন্টে জানিয়েছেন অনুরাগীরা। রণবীরের সঙ্গে আদার-আলেখার বিয়ের অনুষ্ঠানে এন্ট্রি নিতেই ক্যামেরার ফ্ল্যাশলাইট রণলীয়ার উপর। সেলেব প্যাপ ভিরাল ভায়ানি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করতেই আলিয়ার লুক নিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা।
তাঁর এই সিম্পল লুক কারও বেশ পছন্দ হয়েছে কেউ আবার বলছেন, বিয়ে বাড়িতে এই সাজ মোটেই মানানসই নয়। অনেকে আবার করিনার সঙ্গে আলিয়ার তুলনা করেছেন। এক নেটিজেন লিখেছেন, 'মুখের সঙ্গে এই হেয়ার স্টাইলটা একেবারেই মানাচ্ছে না।' অপর এক ব্যক্তির দাবি, 'ননদ করিনার সামনে আলিয়া একদম ফিকে।' এক নেটনাগরিকের মতে, 'এইরকম সাজসজ্জায় কী ভাবে আলিয়াকে ভাল লাগবে?' আলিয়ার এমন ফ্যাশন সেন্স যা তাঁকে পুরুষালি লুক দিয়েছে বলেও খোঁচা মেরেছেন নেটপাড়ার এক সদস্য।
/indian-express-bangla/media/post_attachments/81b57c5e-b39.jpg)
প্রসঙ্গত, আদার-আলেখার ওয়েডিং পার্টিতে করিনার লুক এখন পেজ ৩-এর চর্চিত টপিক। উজ্জ্বল লাল বর্ণের শাড়ি- স্লিভলেস ব্লাউজ, মানাইসই জুয়েলারি, কপালে ছোট্ট লাল টিপ আর সিঁথিতে সিঁদুর। এই ট্রাডিশনাল লুকে যেন আরও গ্ল্যামারাস বেবো। সাবেক সাজে আগেও নজর কেড়েছেন সইফ পত্নী। কিন্তু, আদার জৈনর পার্টিতে 'এক চুটকি সিন্দুর'-যেন করিনার সৌন্দর্যকে আরও একটু তোল্লাই দিয়েছে। করিনার লুকে মুগ্ধ ভক্তরা।