Ariana Grande Figure: গ্ল্যামার দুনয়ায় নিজেকে প্রতিষ্ঠা করতে অনেক কসরত করতে হয় রুপোলি দুনিয়ার তারকাদের। অভিনেতাদের ক্ষেত্রে সিক্স প্যাক অ্যাবস বা সুঠাম চেহারার অধিকারী হওয়াটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একইরকমভাবে দর্শকের মনোরঞ্জনের জন্য ছিপছিপে গড়ন, গ্ল্যামারাস লুকই প্রাথমিক প্রয়োজন। প্রতিযোগীতার ময়দানে নিজেকে সেরা প্রমাণ করতে কড়া ডায়েট, নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকতে হয় গ্ল্যাম দুনিয়ার স্টারদের। কিন্তু, এই গ্ল্যামারের পিছনে ছুটতে গিয়ে যদি কঙ্গলসার চেহারা দেখে আশেপাশের মানুষ ভয় পেয়ে যান!
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত BAFTA-এর রেড কার্পেটে আমেরিকান গায়িকা-অভিনেত্রী Ariana Grande-এর চেহারার বিভৎসতা দেখে চমকে গিয়েছেন সকলে। শরীরের পাঁজর পর্যন্ত গোনা যাবে! মাংস নেই বললেই চলে। চেহারার এইরকম হল কী ভাবে হল? অনেকে মনে করছেন এই মুহূর্তে আরিয়ানা গ্র্যান্ডে কেরিয়ারের মধ্যগগনে। অত্যন্ত ব্যস্ততা, শরীরের উপর চাপ ও ব্যক্তিগত জীবনের কারনেই হয়তো চেহারার এই পরিণতি। অস্কারের মঞ্চেও মনোনয়ন পেয়েছিলেন আরিয়ানা গ্র্যান্ডে। কেরিয়ারের সাফল্য দারুণ উপভোগ করছেন।
কিন্তু, নিজেকে আরও স্লিম অ্যান্ড ট্রিম করতে গিয়েই এই অবস্থা আমেরিকান গায়িকার? চিন্তায় আরিয়ানা গ্র্যান্ডের ভক্তরা। BAFTA-এর রেড কার্পেটে আরিয়ানা গ্র্যান্ডের ভাঙা গাল, শরীরের পাঁজর দেখে রীতিমতো আতঙ্কিত তাঁর অগণিত অনুগামী। আরিয়ানার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছ, অত্যাধিক মানসিক চাপের কারনেই শরীরের এই করুণ পরণতি। তাঁর এক পুরনো সহকর্মীর দাবি,অত্যাধিক ব্যস্ততার জন্যই এটা হয়েছে। খাওয়া-ঘুম পর্যাপ্ত না হওয়া ও অবিরাম ফ্যাশনের পিছনে ছুটতে গিয়েই বিপদ ডেকে এনেছেন আরিয়ানা গ্র্যান্ডে।
/indian-express-bangla/media/post_attachments/thumb/118550831/navbharat-times-118550831-801608.jpg?imgsize=66924&width=680&resizemode=3)
আমেরিকান গায়িকার সঙ্গে কাজ করেছেন এমন এক ব্যক্তির কথায়, দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছেন। তবুও খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে যে কাজই করতেন সাফল্য পেতেন। এক সাক্ষাৎকারে আরিয়ানা মানসিক চাপের কথা শেয়ার করেছিলেন। নিজেকে ভাল রাখতে অনেক রকমের থেরাপির সাহায্যও নিয়েছেন আমেরিকান গায়িকা আরিয়ানা আন্ড্রে।