Barkha Bisht Filmfare: প্রথমবার হিল পরে পারফর্মে ভয় বরখার, ফিল্মফেয়ারে রুক্মিণীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ রূপা

Filmfare Kolkata: প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার। আর বরখাও প্রথমবার ফিল্মফেয়ারে পারফর্মের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। সান্ধ্যকালীন পারফর্ম নিয়ে মজার ঘটনা শেয়ার করেছেন। অন্যদিকে ফিল্মফেয়ারের মঞ্চে রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ রূপা।

Filmfare Kolkata: প্রথমবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার। আর বরখাও প্রথমবার ফিল্মফেয়ারে পারফর্মের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। সান্ধ্যকালীন পারফর্ম নিয়ে মজার ঘটনা শেয়ার করেছেন। অন্যদিকে ফিল্মফেয়ারের মঞ্চে রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ রূপা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হিল পরে পারফর্মে ভয় বরখার, ফিল্মফেয়ারে রুক্মিণীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ রূপা

হিল পরে পারফর্মে ভয় বরখার, ফিল্মফেয়ারে রুক্মিণীর সৌন্দর্যের প্রশংসায় রূপা

Filmfare 2025: প্রথমবার তিলোত্তমা সাক্ষী থাকল জমকালো ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী উৎসবের। সোমবার সান্ধ্যকালীন জলসায় মার্জার সরণিতে ফিল্ম ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস তারকাদের স্টাইল স্টেটমেন্টে ক্লিন বোল্ড দর্শক। বাইপাসের ধারে বিলাশবহুল হোটেলের অন্দরমহল যেন প্রত্যেকের গ্ল্যাম লুকে দ্যুতিময়। দুদিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে নৃত্য পরিবেশন করবেন দেবের নায়িকা বরখা।

Advertisment

ফিল্মফেয়ারে পারফর্মের সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা বরখা। বাংলার সঙ্গে দীর্ঘ ১৪ বছর আগে অন্তরের যোগসূত্র তৈরি হওয়ার সেই বিশেষ মুহূর্তের কথা স্মরণ করলেন। দেব-জিৎ-কোয়েল অভিনীত 'দুই পৃথিবী'-র আইটেম গান 'পেয়ারেলাল'-এ বরখা ম্যাজিকে ছিল সুপারহিট। এতগুলো বছর পরও এই গানের জনপ্রিয়তা একটুও ফিকে হয়নি। সম্প্রতি খাদানেও দেবের সঙ্গে অভিনয় করেছেন। তাই কলকাতার মাটিতে কাজ করতে একটু বেশিই উৎসাহী বরখা। 

Advertisment

প্রথমবার ফিল্মফেয়ারে পারফর্ম করার সুযোগ পেয়েছেন। তাই নিজের সেরা টুকু দিতে উদগ্রীব বরখা। তাঁর কথায় বারবার ঘুরে ফিরে এসেছে দুই পৃথিবীর পেয়ারলাল-এর নস্ট্যালজিক মোমেন্ট। বরখা জানান, প্রথমবার হিল পরে পারফর্ম করবেন। সেটা নিয়ে মনের ভিতর একটা ভয় কাজ করছে। যদি কোনওভাবে নাচতে গিয়ে পরে যান তাহলে সেটা নিজের মতো ম্যানেজ করে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী বরখা। ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী উৎসবে মঙ্গলবার সন্ধ্যায় বেশ কিছু আইকনিক নাচে পারফর্ম করবেন। সেই তালিকায় অবশ্যই থাকবে পেয়ারেলাল। আরও একবার বরখার বেস্ট পারফর্ম দেখতে মুখিয়ে রয়েছে তাঁর অনুগামীরা। 

একদিকে যখন পারফর্ম নিয়ে উত্তেজিত বরখা, তখন অন্যদিকে রুক্মিনীর প্রশংসায় পঞ্চমুখ বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তাঁতের শাড়ি পরে ফিল্মফেয়ারে নজর কেড়েছেন অভিনেত্রী। দেবের আপকামিং মুভি রঘু ডাকাতে অভিনয় করছেন। রূপার নজরে গ্ল্যামারাস অ্যান্ড স্টাইলিশ অভিনেত্রী কে? এই প্রশ্ন করতেই একটু চিন্তা করে রুক্মিণী মৈত্রর নাম নিলেন। শুধু স্টাইল আইকন হিসেবেই নয়, ব্যক্তি হিসেবেই রুক্মিণীকে 'ফুল মার্কস' দিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। 

roopa ganguly Bengali Actress Filmfare Award Bengali Film Industry Rukmini Maitra Bengali Cinema Bengali Film Joy Filmfare Glamour & Style Awards Barkha Bisht