সোমবারের এপিসোডে আরহানের সঙ্গে কথা বলতে বলতেই পুরনো তিক্ততার কথা প্রকাশ পেয়েছে। রশমি সেখানে বলেছেন যে ওই ধারাবাহিকের শুটিং চলাকালীন সিদ্ধার্থ প্রায়শই তাঁকে হেনস্থা করতেন, সেটের মধ্যে তাঁকে নিয়ে ঠাট্টা-তামাশা করতেন। রশমি বলেন যে সিদ্ধার্থকে প্রায় দুবার শো থেকে বার করে দেওয়া হয়। এই কথা শুনে আরহান তাঁকে পাল্টা প্রশ্ন করেন যে এতকিছু যদি ঘটে থাকে তবে রশমি তখন কোনও প্রতিবাদ করেননি কেন?
আরও পড়ুন: অনেক উঁচুতে, প্রায় হামাগুড়ি দিয়ে উঠে শুটিং করেছি: স্বস্তিকা
রশমি এর উত্তরে খোলাখুলিই বলেন যে ওই সময়ে তিনি ঋণের ভারে ডুবে ছিলেন। ”আমার বাড়ি ছিল না, আমার অনেক ঋণ ছিল যেগুলো শোধ করতে হতো। তাই ঠিক করেছিলাম বিষয়টাকে উপেক্ষা করে চুপচাপ কাজ করে যাব”, বলেন রশমি। তিনি জানান যে তাঁর অনেক বন্ধুই তখন সিদ্ধার্থের বাড়ি যেতেন এবং তাঁদের কাছে সিদ্ধার্থ রশমি সম্পর্কে খুবই অপমানজনক কথা বলতেন।
সোমবারের এপিসোডে এই কথা শুনে টুইটারে অনেকেই সিদ্ধার্থের বিরুদ্ধে গিয়েছেন। কিন্তু রশমি যেমন সিদ্ধার্থের বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ করেছেন, উল্টোদিকে আবার দিল সে দিল তক-এর সম্প্রচারের সময়ে শোনা গিয়েছিল যে রশমি ও সিদ্ধার্থ পরস্পরকে ডেট করছেন এবং সম্ভবত ওঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক আছে। যদিও একথা কখনোই স্বীকার করেননি দুজনের কেউই।