/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/rukmini-1.jpg)
টুইটারে দেবকে ভালবাসার কথা জানিয়েছিলেন রুক্মিণী।
অনস্ক্রিন-অফস্ক্রিন তাদের কেমিস্ট্রি বেশ ভাল। একসঙ্গে নতুন ছবিও করছেন। কিন্তু কথাটা শুরু হয়েছে রুক্মিণীর একটা টুইটকে ঘিরে। কিছুদিন আগেই তিনি টুইটারে প্রকাশ্যে দেবকে লিখেছিলেন, ''দেব তুমি ভীষণ ব্যস্ত এবং কোনও সময় নেই তোমার কাছে। আমার মনে হয় এটাই তোমাকে বলার সেরা সময় যে আমি তোমাকে ভালবাসি''।
Dev! @idevadhikari
You’re so busy and have no time..????
So I guess it’s time I say it..AMI TOMAKE BHALOBASHI ❤️
— RUKMINI MAITRA (@RukminiMaitra) April 26, 2019
সঙ্গে সঙ্গে খবরের শিরোনামে তিনি। দর্শক ভাবতে শুরু করেছিলেন দেব-রুক্মিণী জুটির প্রেমের জল্পনায় যবনিকা পড়ল। কিন্তু তারা কি জানতেন এই পুরোটাই তৈরি হয়েছে মার্কেটিংয়ের জন্য। 'কিডন্যাপ' ছবির নতুন গানের কথা "অমি তোমাকে ভালবাসি"।
আরও পড়ুন, গল্প কি কম পড়িয়াছে! বক্স অফিসে তিন ব্যোমকেশ
রাজা চন্দের পরিচালনায় ‘কিডন্যাপ’ ছবিতে কাজ করেছেন দেব-রুক্মিণী। তার প্রচারের কারণেই যে এটা লিখেছিলেন তা বোঝা গেল গানটি মুক্তি পাওয়ার পর। অথচ রুক্মিণীর এই স্বীকারোক্তিতে অনেকই মনে করছেন নেপথ্যে রয়েছে তার মনের কথাও। এর আগে 'কবীর' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।
আরও পড়ুন,বছর পঁচিশ পর ছেলের সঙ্গে মঞ্চে, আবেগঘন অঞ্জন
বর্তমানে চলছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পাসওয়ার্ড' ছবির কাজ। যাই হোক, এই টুইটে সিনে দুনিয়ায় রহস্য ঘনীভূত হয়েছিল। সেটা মিথ্যে হলেও রুক্মিণী দেবের সম্পর্কের প্রশ্নে একটু খটকা কমল।