/indian-express-bangla/media/media_files/2025/08/25/swas-2025-08-25-19-51-36.jpg)
কে এই অভিনেত্রী?
অভিনেত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, নির্দিষ্ট বয়স পার করলেই কিংবা বিবাহিত হওয়ার পরই তাঁদের প্রায়শই একঘেয়ে চরিত্রে,বিশেষ করে নায়কদের মায়ের ভূমিকায় কাস্ট করা হয়। সম্প্রতি তেলুগু ইন্ডাস্ট্রিতে এমনই এক ঘটনা ঘটেছে। ৩৩ বছর বয়সী অভিনেত্রী স্বসিকা তাঁর আসন্ন ছবি পেড্ডি-তে ৪০ বছর বয়সী রাম চরণের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। স্বসিকা তামিল, তেলুগু ও মালয়ালাম সিনেমার পরিচিত মুখ।
গ্লোবাল মালায়ালামকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমি আজকাল মায়ের ভূমিকায় অভিনয় করি, কিন্তু রাম চরণের মায়ের চরিত্রের অফার আমাকে চমকে দিয়েছিল। এটি ছিল একটি বিশাল বাজেটের তেলুগু ছবি পেড্ডি-র জন্য। প্রস্তাব পেয়ে আমি হতবাক হই এবং না বলে দিই।” এই প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ হিসেবে স্বসিকা বলেন, “আমি জানি না, যদি রোলটা গ্রহণ করতাম তবে কেমন হতো। তবে এখনই এমন চরিত্র নেওয়ার প্রয়োজন বোধ করছি না। ভবিষ্যতে দরকার হলে বিবেচনা করব।”
তিনি উদাহরণ টেনে বলেন, বীরা সিমহা রেড্ডি-তে, হানি রোজ অভিনেতা বালাকৃষ্ণের মা ও স্ত্রী - দুটি ভূমিকাতেই অভিনয় করেছিলেন। ৬৫ বছরের বালাকৃষ্ণ সেখানে দ্বৈত চরিত্রে ছিলেন, আর শ্রুতি হাসান ছিলেন তাঁর বিরুদ্ধে। স্বসিকার কথায়, "হানি এমন চরিত্র করেছেন, আর আমিও একই ধরনের অফার পাচ্ছি। তবে এই মুহূর্তে রাম চরণের মায়ের চরিত্র করার সঠিক সময় মনে করিনি।"
বলিউডেও এমন অভিজ্ঞতার কথা বহু অভিনেত্রী বলেছেন। শেফালি শাহ ও শিবা চাড্ডা বারবারই অভিযোগ করেছেন যে তাঁরা একঘেয়ে ‘মা’ চরিত্রের বাইরে বেরিয়ে আরও বৈচিত্র্যময় কাজ করতে চান। শেফালি শাহ ২০০৫ সালে ওয়াক্ত ছবিতে অক্ষয় কুমারের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩২, আর অক্ষয়ের ৩৭। পরে নেটফ্লিক্স সিরিজ দিল্লি ক্রাইম দিয়ে তিনি ব্যাপক প্রশংসা পান। শেফালির মতে, “আমি আর কখনও ৩০-৪০ বছরের অভিনেতাদের মা হব না।”
একইভাবে শিবা চাড্ডা জিরো ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, যদিও তিনি ছিলেন শাহরুখের কলেজ জুনিয়র। সে সময় শিবার বয়স ছিল ৪৫ এবং শাহরুখের ৫৩। নিউজ ১৮-কে তিনি বলেন, "আমি যে সেটে কাজ করি তা নিয়ে আমি খুব খুশি, তবে আমি চাই আরও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে। যেখানে শুধুমাত্র ‘মা’ নয়, তার বাইরে কিছু বলারও সুযোগ থাকবে।"