Bollywood Actress: ভিনধর্মে বিয়ে, এক বছর পেরতোই স্বামীকে নিয়ে অতিষ্ঠ! মুখ খুললেন 'দাবাং গার্ল' সোনাক্ষী

Sonakshi Sinha-Zaheer Iqbal: ২৩ জুন প্রথম বিবাহবার্ষিকী পালন করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের বর্ষপূর্তির পরই স্বামীকে নিয়ে নাজেহাল সোনাক্ষী। দেখুন ভিডিও।

Sonakshi Sinha-Zaheer Iqbal: ২৩ জুন প্রথম বিবাহবার্ষিকী পালন করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের বর্ষপূর্তির পরই স্বামীকে নিয়ে নাজেহাল সোনাক্ষী। দেখুন ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sonakshi slaps zaherr

জাহিরকে নিয়ে কেন নাজেহাল সোনাক্ষী?

Sonakshi-Zaheer: ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। একপ্রকার চুপিসারেই বিয়ে সেরেছিলেন তারকা দম্পতি। ভিন ধর্মে বিয়ের জন্য সোনাক্ষীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষও। শুধু তাই নয়, চাউর হয়ে গিয়েছিল বিচ্ছেদের খবরও। যদিও সেই গুঞ্জনে ছাই ঢেলে বারবার সুখী গৃহকোণের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি। হোলি বা জন্মদিনে জাহিরের থেকে দূরে থাকলেও বিবাহবার্ষিকীতে স্বামীর বাহুলগ্না সোনাক্ষী সিনহা। দীর্ঘ আট বছরের প্রেম আর এক বছরের দাম্পত্য সেলিব্রেট করেছেন জাহির-সোনাক্ষী। এরপরই স্বামীকে নিয়ে একেবারে নাজেহাল শত্রুঘ্ন কন্যা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত।

Advertisment

Advertisment

এই মুহূর্তে বিদেশে একান্তে সময় কাটাচ্ছেন জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। সেখান থেকে বরফের মাঝে মাখমাখ প্রেমের রোম্যান্টিক মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। এর মাঝেই আচমকা কী হল? কেন জাহিরকে নিয়ে নাজেহাল সোনাক্ষী? তবে জাহিরে বিরক্ত হলেও দম্পতির ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া। আসলে বিদেশের শপিং মলে প্রসাধনী দ্রব্য কিনতে ব্যস্ত সোনাক্ষী। সেই সময় ব্যাগ পাশে রেখে লিপস্টিক-নেলপলিশ দেখছিলেন। কয়েক সেকেণ্ড পর আচমকা ব্যাগের খোঁজ করতেই দেখেন পাশে নেই। উদ্বিগ্ন হয়ে যখন মলের দরজার দিকে সোনাক্ষীর চোখ যায় তখনই বুঝতে পারেন ব্যাগটি কে নিয়ে পালিয়েছেন।

আরও পড়ুন 'দয়া করে আমাকে...একটু ঘুমাব', জন্মদিনের মধ্যরাতে প্রিয়জনের কাছে কেন এমন আর্জি সোনাক্ষীর?

তিনি নান আদার দ্যান সোনাক্ষীর স্বামী জাহির ইকবাল। তাঁর দিকে ছুটে এসে মজা করে দু-এক ঘা দিয়ে দেন সোনাক্ষী। তারপরই বলেন, জাহিরের এই কীর্তিতে তিনি একদম ক্লান্ত। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় সোনাক্ষীর সঙ্গে জাহির প্রায়ই খুনসুটি করেন। স্ত্রী যখন সর্দি-কাশিতে জেরবার, ভেপার নিচ্ছেন তখনও সোনাক্ষীর সঙ্গে খুনসুটি জারি। একইসঙ্গে ৮ জুন রবিবার ইনস্টা হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করতেই তারকা জুটির ভক্তরা বলেছিলেন, সর্দি-কাশিতে জেরবার সোনাক্ষীকে যেভাবে আগলে রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। জাহির প্রকৃত অর্থে একজন যত্নবান স্বামী বলেও মন্তব্য করেন অনুরাগীরা। 

আরও পড়ুন ভিন ধর্মে বিয়েতে চরম অশান্তি-কটাক্ষে জেরবার, প্রথম বিবাহবার্ষিকীতে গদগদ জাহির-সোনাক্ষী

Sonakshi Sinha zaheer iqbal