Tabu On Devgn And Kajol Daughter: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অজয় দেবগন ও তব্বু। ইন্ডাস্ট্রি তাঁদের অফ স্ক্রিন বন্ধুদের কদর করলেও নেটিজেনদের অনেকেই বাঁকা নজরে দেখেন। অজয় আর কাজলের মেয়েকে দেখে হাউ হাউ করে কেঁদে ভাসিয়েছিলেন তব্বু। সেই কথা সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন অভিনেত্রী।
তব্বুর অকপট স্বীকারোক্তি, 'অজয় বিয়ে করে ফেলল! বাবাও হয়ে গেল, এটা যেন বিশ্বাসই হচ্ছে না। আমি তো এটা মেনেই নিতে পারছি না। Fanaa-র শুটিংয়ের সময় প্রথম ওর সঙ্গে দেখা হয়। তখন খুবই ছোট। ওকে দেখে কেঁদে ফেলেছিলাম। ভাবছিলাম, ও আমার বন্ধুর মেয়ে।'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। তব্বুরল ফ্যান পেজের তরফে শেয়ার করা করা হয়েছে ভিডিওটি। পুরনো সাক্ষাৎকারের ক্লিপিংয়েই দেখা যাচ্ছে অজয়ের মেয়েকে দেখে তব্বুর প্রথম প্রতিক্রিয়া কেমন ছিল। এরপর Fanaa-র সেটে দেখেছিলেন নাইসাকে। তখন যেন আরও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তব্বু।
অজয় কন্যাকে দেখে তব্বু আরও বলেছিলেন, 'এ তো অবিকল অজয়। ও যেভাবে কথা বলে, হাঁটে, আমার মা তো বলে নাইসা পুরো অজয়ের কার্বন কপি।' ২০০৬-এ মুক্তি পেয়েছিল Fanaa। কন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কাজল ও আমির খান। ২০০৩-এ ২০ এপ্রিল অজয়-কাজলের জীবনে আসে তাঁদের রাজকন্যা নাইসা দেবগন। সেই সময় নাইসার বয়স মাত্র তিন বছর।
অজয়ের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে তব্বুর সংযোজন, 'অজয়ের সঙ্গে আমার প্রায় ১২-১৩ বছর চিনি। আমার ভাইয়ের ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি। অভিনয় সূত্রে আমাদের পরিচয় নয়, পারিবারিক বন্ধু।' 'বিদ্যাপথ', 'দৃশ্যম', 'গোলমাল এগেইন', 'দে দে প্যায়ার দে', 'দৃশ্যম ২'। অজয়-তব্বু জুটির শেষ ছবি 'অরও মে কাহা দম হে।'