Saif-Kareena Divorce Prediction: গোবিন্দা-সুনীতার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি চিড়। শীঘ্রই আলাদা হচ্ছেন তারকা দম্পতি, এই খবরে বিনোদুনিয়ায় শোরগোল। চর্চার মাঝেই গোবিন্দা পত্নী সুনীতা সংবাদামাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন তাঁরা সুখে সংসার করছেন। একটি অনুষ্ঠানে গোবিন্দার ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ পরশ দিয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজয়-তামান্নার দুবছরের সম্পর্কে ছেদ। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে সইফ আলি খান ও করিনা কাপুর খান?
সইফের উপর ছুরিকাঘাতের ঘটনার পর করিনার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছিল ডিভোর্স গুঞ্জন। যদিও সমলোচকদের মুখে ছাই দিয়ে আদার জৈনের বিয়েকে সইফের সঙ্গে হাত ধরে এন্ট্রি নেন বেবো। কিন্তু, ভারতের বিশিষ্ট জ্যোতিষ সুশীল কুমারের অনুমান আগামী ১৮ মাসের মধ্যেই ভেঙে যাবে সইফিনার দাম্পত্য। পাকিস্তানের ডিভা ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদনে সুশীল কুমারের খবর প্রকাশিত হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সইফ-করিনার ভবিষ্যৎবাণীতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। দীর্ঘ পাঁচ বছর সইফের সঙ্গে ডেট করেছেন বেবো। ২০১২-এ সইফ আলি খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন করিনা কাপুর খান। ২০১৬-তে সইফিনার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান আর ২০২১-এ পতৌদি পরিবারে পরিবারে আসে তঁদের খুদে সদস্য জেহ। জ্যোতিষী সুশীল কুমারের ভবিষ্যৎবাণী নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি 'পাওয়ার কাপল' সইফ আলি খান ও করিনা কাপুর খান।
একদিকে যখন তারকা দম্পতির ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তিত অনুরাগীরা তখন অন্যদিকে শাহিদ-করিনাকে একফ্রেমে দেখে খুশি প্রাক্তন জুটির ভক্তরা। জয়পুরে IIfa-এর মঞ্চে বলিউডের প্রাক্তন পাওয়ার কাপল শাহিদ কাপুর ও করিনা কাপুরের কথপোকথন এখন বিনোদনের চর্চিত টপিক। ব্রেক-আপের পর সেভাবে তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায়নি। ২০২৪-এ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে গিয়েছিলন করিনা। কিন্তু, IIfa-এর মঞ্চে একে অপরের সঙ্গে কথা বলতেই জুটির ভক্তদের 'দিল খুশ'। IIfa-এর মঞ্চে যেন ফিরল জব উই মেটের নস্ট্যালজিয়া।