Advertisment
Presenting Partner
Desktop GIF

হিন্দিতে তৈরি হচ্ছে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', মূল চরিত্রে ঋতাভরী-ই?

চিত্রনাট্যের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সিনেমার হিন্দি রিমেক নিয়ে মুখ খুললেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ও প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Brahmma Janen

২০২০ সালে সিনেপর্দায় এক মহিলা পুরোহিতের জার্নি তুলে ধরেছিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। নেপথ্যে ছিলেন তাঁর দুই মেন্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। আজকের সামাজিক প্রেক্ষাপটে বাস্তবের সেই ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা সাড়া ফেলে দিয়েছিল সিনেদর্শকদের মনে। এবার বছর ঘুরতে না ঘুরতেই খুশির খবর দিলেন পরিচালক ও প্রযোজক। শোনা গেল, বাংলা ইন্ডাস্ট্রির 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' (Brahmma Janen Gopon Kommoti) এবার মুম্বই যাচ্ছে। তৈরি হতে চলেছে হিন্দিতে।

Advertisment

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র হিন্দি রিমেকের খবর নিশ্চিত করেছেন খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অরিত্র মুখোপাধ্যায়। এবার প্রশ্ন উঠছে, সিনেমার মূল চরিত্রে কি ঋতাভরী চক্রবর্তীকেই (Ritabhari Chakraborty) দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য দেননি পরিচালক কিংবা প্রযোজকের কেউই। তবে
হিন্দি ভার্সনের চিত্রনাট্যের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জাতীয় পরিসরেই পুরোটা ভাবা হচ্ছে বলে জানালেন অরিত্র। সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ 'আরিয়া'র লেখিকা অনু সিং চিত্রনাট্য লেখার কাজ করছেন। নেপথ্যে বলিউডের এক প্রযোজনা সংস্থা।

প্রযোজক শিবপ্রসাদ জানিয়েছেন, নতুন করে শুট হবে। যেহেতু হিন্দি ভার্সনে তৈরি হচ্ছে, তাই গল্পের প্রেক্ষাপট পরিবর্তন হবে। বাঙালিয়ানা থাকবে না। ছবির প্রয়োজনে নাম এবং লোকেশন সবই বদলে যাবে। ইতিমধ্যেই অনু সিং কলকাতায় এসে পৌঁছেছেন চিত্রনাট্যের কাজে।

ক্যামেরার নেপথ্যে যাঁরা ছিলেন তাঁরাই থাকবেন। তবে কাকে কোনও দায়িত্বে রাখা হবে, সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মূল চরিত্রে ঋতাভরী না কোনও বলিউড নায়িকাকে দেখা যাবে? তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

Shiboprosad Mukherjee Brahmma Janen Gopon Kommoti Ritabhari Chakraborty
Advertisment