Advertisment

সৌজন্যের বার্তা! পরাজিত BJP প্রার্থীর 'মিষ্টিমুখ করিয়ে' কাঁধ মিলিয়ে কাজের প্রতিশ্রুতি জুনের

বুধবার মেদিনীপুর কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শমিত দাসের বাড়িতে গিয়েছিলেন জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
june

জীবনে প্রথমবারের নির্বাচনী পরিক্ষার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে সক্রিয় রাজনীতির ময়দানে নেমেই নির্বাচনী টিকিট পেয়েছিলেন জুন মালিয়া (June Malia)। মেদিনীপুরের (Midnapur) মতো বিজেপি (BJP) ঘাঁটিতে (গত লোকসভা ভোটের নীরিখে) দলনেত্রী ভরসা রেখেছিলেন অভিনেত্রীর উপর। বিফলে যেতে দেননি জুন। বরং জিতে সেই মেদিনীপুর কেন্দ্রের আসন উপহার দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমোকে। তবে জয়ের পরও 'ভাবী বিধায়ক' ভুলে যাননি কেন্দ্রের মানুষকে। যেমন আম জনতার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, অন্যদিকে আবার রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে গিয়েও সৌজন্যের নজির গড়লেন জুন মালিয়া।

Advertisment

বুধবার মেদিনীপুর কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শমিত দাসের বাড়িতে গিয়েছিলেন জুন। সেখানেই সাক্ষাতে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে আসেন জয়ী তৃণমূলপ্রার্থী। প্লেট থেকে শমিতের মুখে মিষ্টি তুলে দিতেও দেখা গেল তাঁকে। সংশ্লিষ্ট কেন্দ্রের মানুষের জন্য একসঙ্গে কোমড় বেঁধে লড়তে চান বলে আবেদন রাখলেন পরাজিত বিজেপি প্রার্থীর কাছে। উভয় শিবিরের দুই প্রার্থীকেই এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করতে দেখা যায়।

বর্তমানে রাজনৈতিক দলগুলির রেষারেষি কিংবা কাদা ছোঁড়াছুড়ির যে ট্রেন্ড শুরু হয়েছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে জুন মালিয়া যে সৌজন্যের নজির গড়লেন, তা বলাই বাহুল্য।

June Malia bjp tmc West Bengal Assembly Election 2021 Midnapur
Advertisment