Subhashree Ganguly: Women's Day পুরুষদেরও, নারী অস্তিত্ব এবং লিঙ্গবৈষম্য প্রসঙ্গেই সমাজ বদলানোর দাবি শুভশ্রীর...

Subhashree Ganguly: আজ, যখন তারিখ অনুযায়ী নারী দিবস, তখন অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা গেল তাঁর চারপাশের পুরুষদেরও। শুভশ্রী মানুষ হিসেবে ভীষণ পজেটিভ। কিন্তু, একটা দিন নারী দিবস এটাই মেনে নিতে নারাজ তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
subhashree ganguly tollywood news womens day

Subhashree Ganguly: শুভশ্রীর নারী দিবস নিয়ে চর্চা তুঙ্গে... Photograph: (Instagram)

Women's day-actress subhashree Ganguly: আজ নারী দিবস। অর্থাৎ ক্যালেন্ডারে এই একটা দিনই কি তবে শুধু মেয়েদের দিন? বাকি দিন নয়? যেখানে এই সমাজে এখন লিঙ্গ বৈশ্যমতা নিয়ে কথা হয়, সেখানে নিজেদের জন্য দিন ভাগ করে নেওয়ার কি দরকার আছে? নিশ্চই না। অন্তত, সেকথাই আজকের দিনে ভাগ করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি এই ইন্ডাস্ট্রির পাওয়ার লেডিই বটে। একাধারে, যেমন তিনি নিজের কাজ সামলাচ্ছেন, ঠিক তেমনই তিনি সংসার এবং সন্তানদের দেখছেন।

Advertisment

আজ, যখন তারিখ অনুযায়ী নারী দিবস, তখন অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা গেল তাঁর চারপাশের পুরুষদেরও। শুভশ্রী মানুষ হিসেবে ভীষণ পজেটিভ। কিন্তু, একটা দিন নারী দিবস এটাই মেনে নিতে নারাজ তিনি। শেষ কিছু সময়ে বেশ অন্যরকম কিছু নারী চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। সেটি ইন্দুবালা হোক কিংবা পরিণীতা আবার বাবলি। আর আজকের দিনে কী বলছেন তিনি? মেয়েদের সঙ্গে সঙ্গে সমস্ত পুরুষদের শুভেচ্ছা জানালেন তিনি।

তাঁকে বলতে শোনা গেল, "ডিয়ার মেন, হ্যাপী উওমনেস ডে। কী একটু অবাক লাগল না? আজকে তো নারী দিবস। গোটা পৃথিবী মেয়েদের নিয়েই কথা বলবে। পুরুষ আর মহিলা সমান সমান। মানে জেন্ডার ইকুয়ালিটি। প্রত্যেকটা দিন সমান ভাগে ভাগ হওয়া উচিত তাই না? কেন ক্যালেন্ডারে আমরা দুটো দিনকে আলাদা আলাদা মেইন্স ডে এবং মোমেন্ট হিসেবে সেলিব্রেট করব? নেব না, নিজের অস্তিত্বের দাবি করার জন্য একটা দিনের ওপর ভরসা করে থাকব না। নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করার জন্য একে অপরকে ছোট করব, এরকম কোন সমাজেই আমরা থাকবো না।"

এই সঙ্গে সঙ্গে অভিনেত্রী, চারপাশের সেই সমস্ত পুরুষের উদ্দেশ্যেই ওমেন্স ডের দায়বদ্ধতার কথা বললেন, যারা প্রত্যেকদিন কোন না কোন ভাবে মেয়েদেরকে সাহায্য করে থাকলে এবং তাদেরকে সুরক্ষিত ফিল করিয়ে থাকেন। তার বাড়ির ড্রাইভার থেকে হাউজ হেল্প, এবং সে প্রত্যেকটা মানুষ যারা একজন নারীর জীবনে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন, শুভশ্রী তাদের উদ্দেশ্যে বলছেন...

Advertisment

"ওমেন্স ডে আমার বাড়ির সেই ড্রাইভারের, যে মাঝ রাতে প্রতি সময় আমায় সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেয়। ওমেন্স ডে, আমার সেই সব পরিচালকদের, এরা অত্যন্ত ধৈর্য ভাবে এবং পরিশ্রম করে আমাকে বিভিন্ন চরিত্রে পর্দায় ফুটিয়ে তোলেন। ওমেন্স ডে, আমার সেই অ্যাসিস্ট্যান্ট ভাইটার, যার মা বাড়িতে অসুস্থ থাকার পর, ব্রেকফাস্ট লাঞ্চ সব বানিয়ে সে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। ওমেন্স ডে সেই মানুষটার জন্য, যে পিরিয়ডের দিনগুলোতে মেয়েদের হাতে হট ওয়াটার ব্যাগ তুলে দেয়। সেই পুরুষদেরও ওমেন্স ডে, যারা সংসারের সব দায়িত্ব ভাগ করে নেয়।"

না এটা কোন লড়াই নয়। তুমি আগে না আমি আগে, সেই বিষয়ে লড়াই নয়। বরং প্রত্যেকটা সম্পর্ককে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে আগলে রাখাই যেন ওমেন্স ডে। অভিনেত্রী বলছেন, "আমাদের জীবনের প্রত্যেকটা কলামগুলোতেই, ভালোবাসা নির্ভরতা বিশ্বাস সব দিয়ে একটা নতুন ক্যালেন্ডার তৈরি করব। যেখানে লেখা থাকবে সবাই সমান।" 

tollywood Subhashree Ganguly tollywood news Tollywood Actress International Women’s Day