World Autism Day: Autism-নিয়ে নির্মিত এই ছবিগুলি পাল্টে দেবে চিন্তাভাবনা, এর মধ্যে একটি তো শাহরুখ খানের ছবি...

World Autism Day - Movies: অর্টিজম নিয়ে ছবি কম নেই। নানা পরিচালক নানা ধরনের ছবি বানিয়েছেন এই বিষয়ের পর। আর আজ যেহেতু ওয়ার্ল্ড অর্টিজম ডে, তাই একবার দেখে নেওয়া যাক কোন কোন ছবিগুলো আজকের দিনে কাজ সেরে দেখা যেতে পারে।

World Autism Day - Movies: অর্টিজম নিয়ে ছবি কম নেই। নানা পরিচালক নানা ধরনের ছবি বানিয়েছেন এই বিষয়ের পর। আর আজ যেহেতু ওয়ার্ল্ড অর্টিজম ডে, তাই একবার দেখে নেওয়া যাক কোন কোন ছবিগুলো আজকের দিনে কাজ সেরে দেখা যেতে পারে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
autism based movies in bollywood

Bollywood: এই ছবিগুলো দেখেছেন আগে? Photograph: (ফাইল চিত্র )

Autism Based Bollywood Movies:  ছবি দেখতে যারা ভালবাসেন, তাঁদের আলাদা করে কোনও অনুষ্ঠান লাগে না। বরং, তাঁর নিজের ব্যক্তিগত কাজ ব্যতীত বেশিরভাগ সময়টা সিলভার স্ক্রিনে ডুবে থাকতেই ভালবাসেন। নানা ধরনের ছবি এবং নানা ধরনের কন্টেন্ট রয়েছে ভারতীয় ছবির ক্ষেত্রে এমনকি বিদেশের নানা ছবিও মানুষ দারুণ পছন্দ করেন।

Advertisment

অর্টিজম নিয়ে ছবি কম নেই। নানা পরিচালক নানা ধরনের ছবি বানিয়েছেন এই বিষয়ের পর। আর আজ যেহেতু ওয়ার্ল্ড অর্টিজম ডে, তাই একবার দেখে নেওয়া যাক কোন কোন ছবিগুলো আজকের দিনে কাজ সেরে দেখা যেতে পারে। এমন কিছু সিনেমা আছে যেগুলি আপনি আগে অনেকবার দেখেছেন, এবং মনে দাগ কেটে গিয়েছে। এমন ছবিও আছে, যেগুলি একটু বজঘট। এমন কয়েকটি ছবিতে একটি চোখ বুলিয়ে নেওয়া যাক...

মাই নেম ইজ খান: এই ছবিতে শাহরুখ খান যেভাবে অভিনয় করেছেন, সেটিকে তাঁর অন্যতম সেরা পারফরমেন্স বলাই যায়। অন্যদিকে, করণ জোহর এই ছবিতেই সব ধরনের এক্সপেরিমেন্ট করে নিয়েছেন। শাহরুখ নিজেই এই ছবিতে অর্টিজমের শিকার। এবং তাঁর পদবি খানের জন্যই বিদেশের বুকে নানা ধরনের সমস্যায় তাঁকে পড়তে হয়। সেই নিয়েই এই ছবি। দেখা যাবে প্রাইম ভিডিওতে।

বরফি: রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইলিয়ানা অভিনীত এই ছবি ভারতীয় ছবির ইতিহাসে একটি দৃষ্টান্ত। অনুরাগ বসুর পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অর্টিজম আক্রান্ত। এবং তাঁকে ঘিরেই বরফির জীবন। দার্জিলিংয়ের পাহাড়ি দুনিয়া থেকে কলকাতার কোলাহল, সব মিলিয়ে এই ছবি দর্শকদের বেশ পছন্দের। দেখা যাবে, Netflix এ।

Advertisment

ব্ল্যাক: সঞ্জয় লীলা বনসালি পরিচালিত এই ছবিতে রানী মুখার্জিকে দেখা গিয়েছিল সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। এবং রানী এই ছবিতে অর্টিজমের শিকার। এই ছবিও ভারতীয় সিনেমার এক উল্লেখ্য ছবি। এই ছবি দেখা যাবে Netflix এ।

কয়ী মিল গয়া: সহজ ভাষায় জাদুর সঙ্গে পরিচয় করিয়েছিল এই ছবি। সেই প্রজন্মের বাচ্চারা ভাবতে শুরু করেছিল, এক জাদু আসবে, তারপর সবকিছু পাল্টে যাবে। হলুদ রঙের রেনকোট পরা এই জাদুর সঙ্গেই জড়িয়ে গিয়েছিল রোহিতের জীবন। হৃত্বিক অভিনয় করেছিলেন সেই চরিত্রে। তিনিও ছিলেন অর্টিজমের শিকার। এই ছবি দেখা যাবে, Zee 5 অ্যাপে।

bollywood movie bollywood actress Bollywood Actor bollywood