Advertisment

করোনা-প্রভাব! কুরিয়ারে ফিল্ম উৎসবের পুরস্কার পেলেন রাম কমল

মার্চ মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে সতর্কতাজনিত সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু কাজ চলছে তার মধ্যেই। এমনকী ফিল্মোৎসবের পুরস্কারও আসছে ডাকযোগে।

author-image
IE Bangla Web Desk
New Update
Writer Director Ram Kamal Mukherjee receives festival award by courier amid corona scare

ছবি সৌজন্য: আ্যাসরটেড মোশন পিকচার্স

গত ২২ মার্চ, জনতা কারফিউয়ের দিন সন্ধ্যায় ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তার আগে থেকেই আগাম সতর্কতা অবলম্বন করে স্বেচ্ছা আইসোলেশনে চলে গিয়েছিলেন বহু দায়িত্বশীল নাগরিক। লেখক-পরিচালক রাম কমল মুখোপাধ্যায় মুম্বইয়ে তাঁর পরিবারের সঙ্গে ঘরবন্দি থাকতে শুরু করেন ওই সময় থেকেই। আর ঘরবন্দি পরিচালকের কাছে ডাকযোগে পৌঁছে গিয়েছে একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সেরা নব্য পরিচালকের পুরস্কার।

Advertisment

রাম কমল মুখোপাধ্যায়ের ছবি 'রিকশাওয়ালা' প্রতিদ্বন্দ্বিতা করেছিল 'ক্যাফে ইরানি চায়' আন্তর্জাতিক ফিল্মোৎসবে। ওই উৎসবের সেরা নব্য পরিচালকের পুরস্কারটি জিতে নিয়েছেন রাম কমল। লকডাউন শুরু হওয়ার দুদিন আগে, তাঁর মুম্বইয়ের বাড়িতে এসে পৌঁছয় পুরস্কার। সঙ্গে ফেস্টিভ্যাল ডিরেক্টর মোহন দাসের একটি চিঠি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের

সেখানে মোহন দাস লিখেছেন যে সারা পৃথিবী জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ এত বিপুল আকারে ছড়িয়ে পড়ায়, তাঁরা সমস্ত বিভাগের বিজয়ীদের ট্রফি ও সার্টিফিকেট কুরিয়ার মারফত পাঠাচ্ছেন। সমস্ত বিজয়ীদের নিয়ে একটি গ্র্যান্ড সেরিমনির পরিকল্পনা ছিল উৎসব কর্তৃপক্ষের কিন্তু লকডাউন শুরু হওয়ার আগেই, এই অসুখ সম্পর্কে সচেতনতা দেখিয়ে তাঁরা সেই পরিকল্পনা বাতিল করেন। পরিবর্তে এই পদক্ষেপ নেওয়া হয়।

Writer Director Ram Kamal Mukherjee receives festival award by courier amid corona scare ছবি সৌজন্য: আ্যাসরটেড মোশন পিকচার্স

পরিচালক রাম কমল মুখোপাধ্যায় এই পুরস্কার পেয়ে অভিভূত। পাশাপাশি এমন একটি আন্তর্জাতিক সংকটের মুহূর্তে দাঁড়িয়ে, এইভাবে ডাক-মারফত পুরস্কার পৌঁছে দেওয়ার উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি. এই উৎসবের মূল্যায়নের জন্য জুরিদের কাছে ছবির স্ক্রিনিং বাধ্যতামূলক ছিল। ফেস্টিভ্যাল ডিরেক্টর এই প্রসঙ্গে জানিয়েছেন যে সম্পূর্ণ স্যানিটাইজড পরিবেশে এবং সব রকম সতর্কতা অবলম্বন করেই তাঁদের ছবিগুলি দেখানো হয়েছে।

'রিকশাওয়ালা' ছবিটি এখনও পর্যন্ত কোনও ডিজিটাল মাধ্যমে মুক্তি পায়নি। গত বছর এই ছবির শুটিং হয়েছে কলকাতায়। গল্পের প্রেক্ষাপটও কলকাতা। মুখ্য চরিত্রে রয়েছেন অবিনাশ দ্বিবেদী। এই প্রথম বলিউড অভিনেতা অবিনাশ কোনও বাংলা ছবিতে কাজ করলেন। বাকি দুই মুখ্য চরিত্রে রয়েছেন কস্তুরী চক্রবর্তী ও সঙ্গীতা সিনহা। ছবির সিনেম্যাটোগ্রাফার মধুরা পালিত, যিনি গত বছর কান চলচ্চিত্র উৎসবের অন্তর্গত একটি বিশেষ অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন প্রতিভাময়ী নব্য প্রজন্মের মহিলা সিনেম্যাটোগ্রাফার হিসেবে।

coronavirus bollywood
Advertisment