অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় বিয়ে করেছেন। মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। যদিও বিয়েটা হয়েছে আইনিভাবে। সামাজিক মতে বিয়ে হয়নি এখনও। অভিনেতার জীবনের নতুন অধ্যায় সম্পর্কে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন গিয়েছিল তাঁর কাছে। হুট করেই বিয়ে করেছেন, যদিও তফাৎ অনুভব করছেন না।
অভিনেতা বর্তমানে আনন্দী সিরিয়ালে লিড হিসেবে রয়েছেন। এই পথ যদি না শেষ হয়, ধারাবাহিকে প্রথম জুটি বাঁধেন তিনি এবং অন্বেষা। ফের একবার তাঁরা ব্যাক করেছেন আনন্দী সিরিয়ালে। তাঁর মাঝেই দিন দুয়েক আগে তিনি বিয়ে করেছেন। নতুন জীবন কেমন লাগছে তাঁর? নতুন পথচলা শুরু করেই অভিনেতা বললেন, "নতুন কই? জীবন তো পুরোনো। আর যদি নতুন কিছু হয়, তবে অধ্যায়টা একবছর আগেই শুরু হয়েছিল। কারণ একবছর আগে আমি প্রেমে পড়েছিলাম। এখন আর নতুন কিছু নেই।"
অভিনেতা আইনি বিয়ে সেরেছেন তাঁর প্রেমিকার সঙ্গে। একইসঙ্গে থাকার অভিজ্ঞতা এখনও নেই। তাই জীবনে কী পাল্টাল তিনি বুঝতে পারছেন না। তাই তো বললেন, বিশ্বাস করো দুজনে সইটা করলাম, তারপরেই ও ওর বাড়িতে, আর আমি আমার বাড়িতে। তাই পাল্টানোর কিছুই আমি বুঝলাম না।" যদিও আসন্ন সময়ে তাঁরা সামাজিকভাবে একসঙ্গে বাঁধা পড়বেন। অভিনেতার কথায়, আগামী বছর বিয়ের প্ল্যানিং রয়েছে। এখনও সেভাবে ভাবা হয়নি। কিন্তু হঠাৎ করেই যে বিয়ে করবেন সেটাই জানিয়েছেন তিনি।
তারকাদের বিয়ে নিয়ে এখন চারদিকে আলোচনা। কেউ কেউ তো টানা একবছর ধরে প্রি ওয়েডিং থেকে নানা অনুষ্ঠান পালন করেন। তারকাদের বিয়ের জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। সেরকম গ্র্যান্ড ভাবেই কি বিয়ে করছেন? অভিনেতার কথায়, "আমি মানুষটা নিজেকে তারকা ভাবি না তো। আমি খুব সাধারণ। আর আমার উনিও। তাই, দুজনের মধ্যে এই ভাইবটা ম্যাচ করেছিল। আমি খুব অন্যরকমভাবে বিয়ে করব। নিজের সাধারণ ভাবটাকে কী করে পাল্টে ফেলি?"
তিনি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। তাঁর সঙ্গে নানা নায়িকারা কাজ করেন। হিরো ঋত্বিকের পেশা কিংবা নায়িকা বান্ধবীদের নিয়ে অসুবিধা হয় না তাঁর মিসেসের? অভিনেতার কথায়, "অসুবিধা হবে কী করে? আমার সঙ্গে যারা কাজ করেন, তাদের সঙ্গে ওর কথা হয়। দু একদিন বাদে বাদেই একটা কথপোকথন হতেই থাকে ওদের। তাই এসবের জায়গা আসে না।"
প্রসঙ্গে, অভিনেতার আইনি বিয়ে উপলক্ষে হাজির হয়েছিলেন, তাঁর তারকা বন্ধুরা। যার মধ্যে অরুণিমা, বব, প্রীতম এবং আরও অনেকেই এসেছিলেন।