Writwik Mukherjee: '২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘন্টাই ওর, আবার ঘটা করে গিফট?' আইনি বিয়ের পর প্রথম Valentines Day নিয়ে কী বলছেন ঋত্বিক?

Writwik Mukherjee News: বর্তমানে তিনি ব্যস্ত আনন্দী ধারাবাহিকে। সেখানে, তিনি মুখ্য ভূমিকায়। সারাদিনের ব্যস্ততা তুঙ্গে থাকার পরেও কাছের মানুষটিকে নিয়ে আগামীকালের বিশেষ প্ল্যান কী তাঁর? জানতেই ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
writwik mukherjee anandi serial lead shared valentines day

Writwik Mukherjee: কালকের বিশেষ দিন নিয়ে কী বলছেন ঋত্বিক? Photograph: (ফাইল চিত্র )

আগামীকাল প্রেমের উৎসবের এক বিশেষ দিন। সম্পর্কের যদিও বা নির্দিষ্ট কোনো উদযাপনের দিন হয় না। তবে আগামীকাল ভ্যালেন্টাইনস ডে। ১৪ই ফেব্রুয়ারি মানেই ভালবাসার দিন। আর তারকাদের প্রেম নিয়ে কার আগ্রহ থাকে না। বিশেষ করে, টেলিভিশনের তারকাদের মধ্যে অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের কিন্তু আইনি বিয়ে হয়েছে কিছুদিন আগেই।

Advertisment

বর্তমানে তিনি ব্যস্ত আনন্দী ধারাবাহিকে। সেখানে, তিনি মুখ্য ভূমিকায়। সারাদিনের ব্যস্ততা তুঙ্গে থাকার পরেও কাছের মানুষটিকে নিয়ে আগামীকালের বিশেষ প্ল্যান কী তাঁর? জানতেই ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। আজ তবে মাসতুতো ভাইয়ের বিয়ে। তাঁর মধ্যেও যেন ফোন তুলেই একগাল হাসি। অভিনেতাকে কালকের প্ল্যান জিজ্ঞেস করলেই তিনি বললেন...

শুটিং ছাড়া আমার কালকের কোনও বিশেষ প্ল্যান নেই। আজকে আমার ভাইয়ের বিয়ে। তো, আমার বউ সেখানেই নিমন্ত্রিত। আমি জি বাংলার সোনার সংসারের কিছু শুটের জন্য বেরিয়ে এলাম। আবার বিকেলে বিয়েবাড়ি। কালকে আবার শুটিং। আসলে, ও জানে যে আমার কাজ থাকবে, সেই কারণেই বোধহয় কিছু বলে না। তাঁকে পাল্টা এও প্রশ্ন করা হয়, কাছের মানুষটি রাগ করবেন না বিশেষ কোনো প্ল্যান না করলে বা উপহার না দিলে? অভিনেতা হাসতে হাসতেই বলেন...

Advertisment

আসলে আমিই তো ওর উপহার, এর থেকে বড় সত্যি আর কিছুই নেই। ও জানে, আমি কী কাজ করি, আমার ব্যস্ততা তুঙ্গে। আর উপহার দেওয়ার তো শেষ নেই। যখন মনে হচ্ছে, তখন কিছু না কিছু দিয়ে দিচ্ছি। বিশেষ কোনও উৎসব তো লাগে না নিশ্চই। তাই বিশেষ করে কালকের দিনে এমন কিছু দেওয়ার নেই। আর তাঁর থেকেও বড় কথা, ওর আমার কাছে একটাই জিনিস চাহিদার, সেটা হচ্ছে সময়। আমার ১৪ ঘণ্টা শুটিংয়ের পর বাকি ১০ ঘন্টাই ওর। এ তো গেল বড় বেলা, ছোটবেলার ভ্যালেন্টাইনস ডে মনে আছে তাঁর?

অভিনেতা বললেন, "আমার কিছুই মাথায় থাকে না। যে কোনটা কোন দিন বা কিছু। আমার কাছে মনে হয় সরস্বতী পুজোটা একটা ইভেন্ট ছিল। তাও, আমার জীবনের ওটা ট্র্যাজেডি কিনা বলব না, আমি কোনোদিন আমার প্রেমিকাদের নিয়ে ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরে বেরই নি ঠাকুর দেখতে। কারণ, স্কুলের পুজোর দায়িত্ব নিতে হতো। আর এবারও, দুজনে গেলাম নীলাঞ্জনা দির অফিসে, সেখানে পুষ্পাঞ্জলি দিলাম, ব্যাস বাড়ি।"

প্রেম যদি মনে থাকে, তাহলে বাকিদের আর দেখানোর কী দরকার? ঋত্বিক কতটা তাঁর কাছের মানুষকে সময় দেন, এটা তো তিনিই বলতে পারবেন, তবে অভিনেতা যে ঘরের মানুষ সেকথা তিনি জানিয়ে দিলেন। কাজের শেষে যে তিনি বাড়ি ফিরে ল্যাধ খেতে পছন্দ করেন এটাও তাঁকে বলতে শোনা গেল।

valentines-day Writwik Mukherjee